নয়াদিল্লি: নেশার বিরুদ্ধে রুখে দাঁড়ানোয় দিল্লিতে বিবস্ত্র করে ঘোরানো হল এক মহিলাকে। লোহার রড দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে বলেও অভিযোগ। দিল্লি মহিলা কমিশনের সঙ্গে ওই নির্যাতিতা যুক্ত বলে জানা গিয়েছে।
দিল্লির নরেলাতে বেআইনিভাবে মজুত করে রাখা মদ বাজেয়াপ্ত অভিযানে ছিলেন তিনি। এক মহিলার কাছ থেকে মদ বাজেয়াপ্ত করায়, আক্রোশবশত ওই অভিযুক্ত দলবল জুটিয়ে মহিলাকে মারধর করে বলে অভিযোগ। তারপর নির্যাতিতাকে বিবস্ত্র করে দেড় কিলোমিটার দীর্ঘ রাস্তায় ঘোরানো হয় বলে দাবি দিল্লি মহিলা কমিশনের ওই সদ্যসার। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগও তোলা হয়েছে।ঘটনায় দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছে।
নেশার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দিল্লিতে নিগৃহীতা মহিলা কমিশনের সদস্যা, মারধরের পর বিবস্ত্র করে ঘোরানোর অভিযোগ, গ্রেফতার ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Dec 2017 09:04 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -