লখনউ ও নয়াদিল্লি: আগ্রার কাছে ফতেপুর সিক্রিতে সুইৎজারল্যান্ড থেকে আগত পর্যটক যুগলের ওপর হামলা। তদন্তে নেমে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। ঘটনার তীব্র নিন্দা করেছে কেন্দ্র ও উত্তরপ্রদেশ সরকার।
খবরে প্রকাশ, গত রবিবার তাজমহল দেখে ফেরার পথে একদল দুষ্কৃতী তাঁদের ওপর লাঠি ও পাথর নিয়ে হামলা চালায়। গুরুতর জখম হন তাঁরা। এই ঘটনায় সুইস মহিলার পুরুষসঙ্গী কোয়েন্তিন জেরেমি ক্লার্কের মাথায় আঘাত লেগেছে এবং আংশিক শ্রবণজনিত সমস্যার শিকার হয়েছেন তিনি।
এখনও পর্যন্ত চার হামলাকারীর মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। জেরেমির অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দিল্লির অ্যাপোলো হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে। এক চিকিৎসক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, জেরেমির মাথার খুলিতে চিড় ধরেছে এবং মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। তাঁর কানের একটি স্নায়ুও ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রথমে আইসিইউ-তে রাখা হলেও পরে ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে, মেরির হাতের হাড়ে চিড় ধরা পড়েছে। তবে, তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।
জেরেমি ও তাঁর বান্ধবী মেরি ড্রোজ ল্যুসান থেকে গত ৩০ সেপ্টেম্বর আগ্রায় আসেন। তাঁদের দুজনেরই বয়স ২৪। তাজমহল দেখে ফেরার পথে তাঁদের পিছু নেয় চার দুষ্কৃতী। বিভিন্ন ধরনের মন্তব্য করতে থাকে তারা। ওই জেরেমি ও মেরির সঙ্গে বচসা বাঁধানোর চেষ্টা করে। একটা সময় তারা জোর করে সেলফি তোলে।
জেরেমি জানিয়েছেন, প্রায় এক ঘন্টা ধরে তাঁদের পিছু ধাওয়া করে দুষ্কৃতীরা। বারণ করা সত্ত্বেও তাঁদের ছবি তুলতে থাকে দুষ্কৃতীরা। বাধা দিলে তাঁর ওপর লাঠি ও পাথর নিয়ে ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা। তাঁকে বাঁচাতে ছুটে আসেন মেরি। তাঁকেও ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়। মেরির চিৎকারে লোকজন ছুটে আসতে দুষ্কৃতীরা পালিয়ে যায়। আহত সুইস যুগলকে স্থানীয়রাই স্থানীয় হাসপাতালে নিয়ে যান।
জানা গিয়েছে, সুইৎজারল্যান্ডের লসানের বাসিন্দা জেরেমি ও মেরি। এই প্রেক্ষিতে ভারতে সুইস দূতাবাসের তরফে জানানো হয়েছে, দুজনকে কনস্যুলার সহায়তা প্রদান করা হচ্ছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছে উত্তরপ্রদেশ সরকার। এদিন আগ্রায় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
নিন্দা করেছে কেন্দ্রও। উত্তরপ্রদেশ সরকারের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি জানান, গোটা ঘটনার ওপর নজর রাখা হচ্ছে। টুইটারে সুষমা জানান, বিদেশমন্ত্রকের যুগ্মসচিব এস ভট্টাচার্য এবং সুইৎজারল্যান্ডে নিয়োগ হতে চলা ভারতের পরবর্তী রাষ্ট্রদূত সি বি জর্জ এদিন সকালে হাসপাতালে গিয়ে সুইস দম্পতির সঙ্গে দেখা করেন।