যোধপুরে রামনবমীর মিছিলের ট্যাবলোতে 'নায়ক' আফরাজুল খুনে অভিযুক্ত শম্ভুলাল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Mar 2018 06:08 PM (IST)
যোধপুর: পশ্চিমবঙ্গের বাঙালি শ্রমিক মহম্মদ আফরাজুলকে নৃশংসভাবে কুপিয়ে-পুড়িয়ে হত্যার ঘটনায় এখন জেলে রয়েছে রাজস্থানের রাজসমন্দ জেলার বাসিন্দা শম্ভুলাল রেগর। সেই নারকীয় হত্যাকাণ্ডের ভিডিও তুলেছিল তার ভাইপো। ভিডিওতে শম্ভুলালকে কুপিয়ে, পুড়িয়ে আফরাজুলকে খুন করতে দেখা গিয়েছে। সেই ভয়াবহ ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েও দিয়েছিল শম্ভুলাল। যোধপুরে রামনবমীর মিছিলে সেই নৃশংস খুনের অভিযুক্তকেই নায়ক হিসেবে তুলে ধরা হল। মিছিলে কুঠার হাতে শম্ভুলালের ছবি সহ ট্যাবলো বিভিন্ন এলাকা পরিক্রমা করল। এই মিছিলের ছবি সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে। মিছিলের একটি ব্যানারে লেখা ছিল-'একজন যে লাভ জেহাদ ধ্বংস করেছিল'।
উল্লেখ্য, আফরাজুলের হত্যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করে শম্ভুলাল 'লাভ জেহাদে'র অজুহাত খাড়া করে অপরাধের সাফাই দিয়েছিল।
ট্যাবলোর আয়োজক ও যোধপুর শাখার শিবসেনার সহ কোষাধ্যক্ষ হরি সিংহ পানওয়ার গড়গড়িয়ে বলে গেলেন, 'আমি শম্ভুলালের প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করতে চাই। হিন্দুত্বর প্রতি তাঁর নিষ্ঠা আমাকে অনুপ্রাণিত করে। কারুর ভাবাবেগকে আহত করার লক্ষ্য এতে নেই'।
যোধপুর পূর্বের ডেপুটি পুলিশ কমিশনার আমনদীপ সিংহ বলেছেন, সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে এই ট্যাবলোর কথা তাঁরা জেনেছেন। এ ব্যাপারে এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি।
আফরাজুলের নৃশংস হত্যার ঘটনা সারা দেশে নিন্দার ঝড় তুলেছিল। পশ্চিমবঙ্গ ও রাজস্থান-উভয় রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই ঘটনার তীব্র নিন্দা করেছিলেন।
ট্যাবলোর ছবিতে শম্ভুলালের মতো দেখতে একজনকে সিংহাসনের মতো আসনে কুঠার হাতে নিয়ে বসে থাকতে দেখা গিয়েছে। খুনের সময় শম্ভুলালের পরণে যে পোশাক ছিল, ছবিতেও সেই একই পোশাক দেখা গিয়েছে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -