নয়াদিল্লি: ভ্রমণ সংক্রান্ত অনলাইন পোর্টাল ট্রিপঅ্যাডভাইসর-এর চালানো সমীক্ষায় তাজমহলকে দ্বিতীয় সর্বসেরা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ স্থলের তকমা দিলেন পর্যটকরা। মুঘল সম্রাট শাহজাহানের নির্দেশে গড়া আগ্রার এই অমর শিল্প, স্থাপত্যকীর্তির আগে তাঁরা রেখেছেন কম্পোডিয়ার আঙ্কোর ভাটকে। সমীক্ষায় গোটা দুনিয়ার পর্যটকদের বিচার, মতামতের ভিত্তিতে ইউনেস্কোর তালিকাভুক্ত সাংস্কৃতিক, প্রাকৃতিক হেরিটেজ স্থলগুলির ক্রমতালিকা দেওয়া হয়েছে।
পোর্টালটি বলেছে, গাইড নিয়ে বা নিজেরাই সূর্যোদয় বা সূর্যাস্তের সময় কাতারে কাতারে লোক তাজমহল দর্শন করেন। এমনিতেও প্রচুর মানুষ আগ্রায় বেড়াতে যান।
আঙ্কোর ভাটের তৈরি হওয়া, তার ইতিহাস ঘিরেও চমত্কার সব কাহিনি আছে। সেসব জানতে চাই অভিজ্ঞতা, পড়াশোনা জানা গাইডের সাহায্য। পোর্টালটি বলেছে, আঙ্কোর ভাট সবচেয়ে ভাল দেখা যায় ভোরে বা গোধুলিতে। আলো জ্বলে উঠলে এর সৌন্দর্য্য সবচেয়ে ভাল অনুভব করা যায়।
অন্য যে জনপ্রিয় হেরিটেজ স্থানগুলি সার্ভেতে রয়েছে, সেগুলির মধ্যে আছে চিনের গ্রেট ওয়াল, যা তৈরি হয়েছে ১৩৬৮-তে। চতুর্থ স্থান পেয়েছে পেরুর মাচু পিচু। তালিকায় ঢুকেছে ব্রাজিলের ইগুয়াজু ন্যাশনাল পার্ক, ইতালির সাসি অব মাতেরা, অসউইত্জ বিরকেনাও, পোলান্ডের ক্রাকোও, ইজরায়েলের জেরুসালেম ও তুরস্কের ইস্তানবুলের ঐতিহাসিক স্থানগুলি।