জৌনপুর: তাজমহল নিয়ে বিতর্কের মধ্যেই এবার এই সৌধকে ভারতের রত্ন বলে উল্লেখ করলেন উত্তর প্রদেশের রাজ্যপাল রাম নায়েক। তিনি বলেছেন, ‘বিশ্বের দৃষ্টিকোণ থেকে দেখলে তাজমহল দেশের রত্ন। প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীও একই কথা বলেছেন।’
বিজেপি-র একাধিক নেতা তাজমহল নিয়ে বিতর্কিত মন্তব্য করলেও, দু’দিন আগেই সেখানে যান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনিই প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী যিনি তাজমহলে গেলেন। তাজমহলের বাইরের রাস্তায় ঝাঁট দেওয়ার পাশাপাশি এই সৌধের ভিতরেও যান আদিত্যনাথ। তিনিও তাজমহলকে ভারতের রত্ন ও ভারতীয় সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ বলে উল্লেখ করেছেন। এবার রাজ্যপালও একই কথা বললেন।
তাজমহল ভারতের রত্ন, বলছেন উত্তর প্রদেশের রাজ্যপাল
Web Desk, ABP Ananda
Updated at:
28 Oct 2017 08:01 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -