আগরা: এবার তাজমহলের ভেতরে ঢুকে ২ ব্যক্তি শিবপুজো করেছেন বলে অভিযোগ। সিআইএসএফের ডিরেক্টর জেনারেল তাজমহলের নিরাপত্তা কর্মীদের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন এ ব্যাপারে।
মঙ্গলবার সন্ধেয় তাজমহল ঘুরতে আসা দর্শকরা অভিযোগ করেন, ২ জন তাজের ভেতরের মার্বেলের মেঝেয় বসে শিবপুজো করছেন। সঙ্গে পুজোর সামগ্রীও রয়েছে। সিআইএসএফ কর্মীদের এ ব্যাপারে জানান তাঁরা। মোবাইলে ঘটনার ভিডিও কী করে তোলা হল তা নিয়েও প্রশ্ন উঠেছএ।
যদিও সংশ্লিষ্ট আধিকারিকরা জানাচ্ছেন, তাজমহলের ভেতরে মোবাইল ফোন নিয়ে যাওয়ার ওপর কোনও নিষেধাজ্ঞা নেই। ওই দুই ব্যক্তির কাছে এমন কিছু ছিল না, যাতে তাঁদের ভেতরে যাওয়া বন্ধ করা যায়। তবে ঘটনার পরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তাঁদের দাবি।
কিছুদিন ধরে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েছে তাজ। উত্তরপ্রদেশ সরকারের পর্যটন পুস্তিকা থেকে তাজের নাম বাদ পড়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও বলেছেন, তাজমহল ভারতীয় সংস্কৃতির প্রতীক নয়।
এবার তাজমহলের ভেতর শিব আরতি, সিআইএসএফের রিপোর্ট তলব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
14 Dec 2017 10:56 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -