আগরা: উত্তরপ্রদেশ সরকারের পর্যটন সংক্রান্ত পুস্তিকা থেকে তাজমহল বাদ পড়া নিয়ে যতই হইচই হোক, নিজেদের অবস্থান থেকে একচুলও সরতে রাজি নয় যোগী আদিত্যনাথ সরকার। বরং এক মন্ত্রী জানিয়ে দিয়েছেন, তাজমহলকে বাদ দেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি সঠিক, তার জায়গায় বরং আনা হোক মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের গুরু গোরক্ষনাথ পীঠকে।
লক্ষ্মীনারায়ণ চৌধুরী নামে ওই মন্ত্রী রয়েছেন ধর্ম সংক্রান্ত বিষয় ও সংস্কৃতি দফতরের দায়িত্বে। হাথরসে এবিভিপির এক সমাবেশে তিনি বলেছেন, বর্তমান রাজ্য সরকার জাতীয়তাবাদী, চলে ধর্ম নীতির ওপর। তাই এই বদল জরুরি ছিল। কারণ তাজমহল কোনও ধর্মীয় প্রতীক নয়, কোনও সম্প্রদায়ের নয়। তা কোনও ধর্মকে তুলে ধরে না।
মন্ত্রী আরও বলেছেন, অন্যদিকে দেখুন, গুরু গোরক্ষনাথ পীঠ মানুষের বিশ্বাসের প্রতিনিধিত্ব করে। তাঁকে বলা হয়, তাজমহল বিশ্বের অন্যতম আশ্চর্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। জবাবে লক্ষ্মীনারায়ণ চৌধুরী বলেন, যাঁরা তাজকে ওই তালিকায় রেখেছেন, তাঁদের রুচিও নিশ্চয় তেমনই, যেমন তাজের নির্মাতাদের ছিল।
রাজ্য পর্যটন দফতরের পুস্তিকা থেকে তাজমহল বাদ পড়ায় গত সপ্তাহে প্রচুর হইচই হয়। পরে সরকার জানায়, ওই পুস্তিকা কোনও পর্যটন কেন্দ্রের প্রচারের জন্য বার হয়নি, ওতে দেখানো হয়েছে, বর্তমান সরকার পর্যটনের উন্নতিতে কোন কোন প্রকল্প হাতে নিয়েছে।
উত্তরপ্রদেশের পর্যটন পুস্তিকা থেকে তাজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সঠিক, বদলে আনা হোক গুরু গোরক্ষনাথ পীঠ, বলছেন মন্ত্রী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Oct 2017 11:37 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -