নয়াদিল্লি: সরকারের প্রত্যেক মন্ত্রককে সমন্বয়ের সঙ্গে কাজ করার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে, আমলাদের নির্দেশ দিলেন কাজে গতি আনতে। তাঁর আশ্বাস, ভাল উদ্দেশ্যে নওয়া সৎ-সিদ্ধান্তগ্রহণ সবসময় উৎসাহিত করা হবে।


বুধবার রাতে, শীর্ষস্থানীয় আমলাদের সঙ্গে এক বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী মোদী। বৈঠকে উপস্থিত ছিলেন ৭০-এর বেশি যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব। পরে বৈঠকের নির্যাস নিয়ে প্রধানমন্ত্রীর দফতরের তরফে এক বিজ্ঞপ্তি জারি কর হয়।


সেখানে বলা হয়েছে, সুশাসনকে অগ্রাধিকার দিতে আধিকারিকদের বলেছেন মোদী। সূত্রের খবর, দেশের ১০০টি সবচেয়ে পিছিয়ে পড়া জেলার ওপর গুরুত্ব দিতে আমলাদের নির্দেশ দিয়েছেন মোদী। যাতে বিভিন্ন উন্নয়নমূলক মাপকাঠিতে সেগুলি জাতীয় গড়ের কাছাকাছি পৌঁছতে পারে।


প্রধানমন্ত্রী আরও জানান, নাগরিকদের কল্যাণ ও সন্তুষ্টির জন্য উন্নয়ন ও সুশাসনের মেলবন্ধন হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মোদী মনে করেন, সেরা সম্ভাব্য ফলাফল পেতে সরকারের সবকটি বিভাগের সমন্বয় ও সুসম্পর্কের সঙ্গে কাজ করার প্রয়োজন রয়েছে।


সরকারের বিভিন্ন দফতরের মধ্যে সুসংহত অভ্যন্তরীণ যোগাযোগ স্থাপনের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। এর জন্য সব পক্ষের উচিত নিজেদের (ইগোর) খোলস থেকে বেরিয়ে আসা। আমলাদের মোদীর নির্দেশ, যে কোনও সিদ্ধান্তগ্রহণের আগে দেশের গরিব ও সাধারণ নাগরিকদের বিষয়টি মাথায় রাখতে হবে।


প্রধানমন্ত্রী মনে করেন, দেশের সুবিধার্থে কাজ করার এটাই সেরা সুযোগ। মোদী জানান, সিদ্ধান্তগ্রহণের ক্ষেত্রে গতি ও দক্ষতার পরিচয় দেওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বৈঠকে ডিজিটাল গভর্ন্যান্স ও স্মার্ট গভর্ন্যান্স নিয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করেন মোদী।


এর পাশাপাশি সততা, স্বচ্ছতা, দায়বদ্ধতা কৃষকদের আয় দ্বিগুণ করা, নৈপু্ণ্যের উন্নয়ন, স্বচ্ছ ভারত, গ্রাহক অধিকার, পরিবেশ রক্ষা এবং ২০২২ সালের মধ্যে নতুন ভারত নির্মাণের মতো প্রশাসনিক প্রক্রিয়ার ওপর জোর দিতে আমলাদের নির্দেশ দেন তিনি।


প্রধানমন্ত্রী জানান, ভারতের দিকে ইতিবাচক প্রত্যাশা নিয়ে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। বিশ্বে ভারসাম্য আনতে যে ভারতকে সফল হতে হবে, সেই গুরুত্ব তিনি বৈঠকে উপস্থিত আমলাদের সামনে তুলে ধরেন।


মোদী জানান, দেশের সাধারণ নাগরিকদের মধ্যে শ্রেষ্ঠত্বলাভের একটা প্রবল আকাঙ্খা রয়েছে। গরিব ঘর থেকে উঠে আসা যুবকরা অত্যন্ত স্বল্প সম্পদ নিয়েও বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা ও ক্রীড়ায় শীর্ষ স্থান দখল করছে। প্রধানমন্ত্রীর মতে, এই বিষয়টিকে উৎসাহ দেওয়া উচিত।