চেন্নাই: জাল্লিকাট্টু দেখতে এসে প্রাণ হারাল ১৯ বছরের এক তরুণ। তামিলনাড়ুর মাদুরাই জেলায় প্রাচীন প্রথা মেনে ষাঁড় ও মানুষের লড়াইয়ের খেলা দেখতে গিয়ে মৃত্যু হল দিন্দিগুল জেলার কালিমুথু। পুলিশ সূত্রে এ কথা জানা গেছে।
পশুর মালিকরা যেখানে ষাঁড়গুলি রাখেন তার কাছে দাঁড়িয়েছিল কালিমুথু। সেখানে আচমকাই একটি ষাঁড় আক্রমণ করে কালিমুথুকে। গুরুতর আহত হয় সে। পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় আরও ২৫ জন জখম হয়েছে।
পোঙ্গল উত্সবের অঙ্গ জাল্লিকাট্টু।
পালামেডুর ওই খেলায় প্রায় ৪৫৫ টি ষাঁড় অংশ নিয়েছিল। খেলার নিয়ম অনুযায়ী, ষাঁড়কে যে বাগে আনতে পারবে তাঁকে পুরস্কৃত করা হয়।