চেন্নাই: তামিলনাড়ুর দিন্দিগুলের সঙ্কটে পড়া কৃষকদের অর্থসাহায্য করেছে রাজ্য সরকার। তাঁদের হাতে ৫ আর ১০ টাকার চেক তুলে দিয়েছে তারা। দিন্দিগুল কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক ইস্যু করেছে চেকগুলি।
শোনা যাচ্ছে, রাজ্য সরকার ভুল স্বীকার করেছে। তাদের বক্তব্য, দিন্দিগুলের কিছু গ্রামে চেক বিলির সময় কেরানির ভুলে ঘটেছে এই কাণ্ড। বিমা কোম্পানিগুলিকে ভুল সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।
কৃষি বিমা যোজনার আওতায় ধান উৎপাদনে লোকসান হলে কৃষকরা একর প্রতি ২৬,০০০ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন, জোয়ারের ক্ষেত্রে ২০,০০০ টাকা ও ডালে ১২,০০০ টাকা। কৃষকরা দাবি করেছেন, খরার জন্য তাঁদের ৪০,০০০ কোটি টাকার প্যাকেজ দিতে হবে, মকুব করতে হবে কৃষি ঋণ। পাশাপাশি কাবেরী নদীর জল পেতে ম্যানেজমেন্ট বোর্ড গঠনের জন্যও কেন্দ্রকে অনুরোধ করেছেন তাঁরা। যে সব কৃষকরা কাবেরী বদ্বীপে বসবাস করেন, তাঁদের আশঙ্কা, সুপ্রিম কোর্টের রায়ে তামিলনাড়ুর কাবেরী নদীর জলের অংশ কমে যাওয়ায় একলাখ একরের বেশি জমিতে সেচের কাজ ক্ষতিগ্রস্ত হবে। তাই রাজ্যের প্রাপ্য জল পেতে তাঁরা দ্রুত কাবেরী ম্যানেজমেন্ট হবোর্ড গঠনের দাবি করেছেন।
রাজ্য সরকার দাবি না মানলে কৃষকরা দিল্লিতে এসে এ ব্যাপারে বিক্ষোভও দেখিয়েছেন।
‘কৃষি সঙ্কট দূর করতে’ তামিলনাড়ু সরকার চাষীদের মধ্যে বিলি করল ৫ আর ১০ টাকার চেক!
ABP Ananda, Web Desk
Updated at:
23 Mar 2018 10:53 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -