নয়াদিল্লি: এবার টাটা স্টিলের চেয়ারম্যান-এর পদ থেকেও অপসারিত সাইরাস মিস্ত্রি। টাটা গোষ্ঠীর বৈঠকে তাঁকে অপসারণের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। সেই জায়গায় নিয়োগ করা হয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রাক্তন চেয়ারম্যান ওপি ভট্টকে। টাটা স্টিলের বোর্ডে স্বাধীন ডিরেক্টর হিসাবে ছিলেন তিনি।


সংস্থার পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, ভট্ট একজন দক্ষ কর্পোরেট নিয়ন্ত্রক। সংস্থার স্বার্থে নিরপেক্ষভাবে নেতৃত্ব দেবেন তিনি। বোর্ড মিটিং-এই তাঁকে এই পদে নেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়।


গত ২৪ অক্টোবর, মাত্র চার বছরের মাথায় টাটা সনসের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয় সাইরাস মিস্ত্রিকে। পরিবর্তে অন্তর্বতীকালীন চেয়ারম্যান হন খোদ রতন টাটাই৷ এরপর টাটা কনসালটেন্সি সার্ভিস (টিসিএস) এবং টাটা গ্লোবাল বেভারেজেস-এর চেয়ারম্যান পদ থেকে অপসারিত হন সাইরাস মিস্ত্রি। বোর্ড সদস্যদের ভোটেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় টাটা গ্রুপ।


কী কারণে সাইরাসের অপসারণ, তা খোলসা করেনি টাটা গোষ্ঠী। বিনা নোটিশেই একের পর এক পদ থেকে সরিয়ে দেওয়া হয় সাইরাসকে। এই নিয়ে টাটাদের সঙ্গে সাইরাসের সংঘাত বাড়তে থাকে।  সম্প্রতি সাইরাস চাঞ্চল্যকর অভিযোগ করেন রতন টাটার বিরুদ্ধে। বলেন, টিসিএসকে বিক্রি করে দিতে চেয়েছিলেন রতন টাটা। আরও বলেন, একজনের ইগোর কারণেই টাটার এই অবস্থা৷