নয়াদিল্লি: কর জমা দেওয়া ও টাকা ফেরতের জন্য একটি অ্যাপ তৈরি করেছে আয়কর দফতর। তারা চেষ্টা করছে, আধার বায়োমেট্রিক ব্যবহার করে যাতে হাতে হাতে প্যান কার্ড ইস্যু করা যায়।

লোকসভায় আজ কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী সন্তোষ কুমার গাঙ্গোয়ার জানিয়েছেন, আধারের নো ইওর কাস্টমার বা কেওয়াইসি-র সুবিধে ব্যবহার করে দ্রুত প্যান ইস্যু করার কথা ভাবছে আয়কর দফতর। কর্পোরেট বিষয়ক মন্ত্রকের পোর্টালে রয়েছে প্যান সংক্রান্ত যাবতীয় বিষয়। যদি কেউ ওই পোর্টালে ঢুকে প্যানের আবেদন করেন, তবে ৪ ঘণ্টার মধ্যে তাঁর হাতে যেন প্যান কার্ড চলে আসে, সে ব্যবস্থা করা হবে এই প্রক্রিয়ায়। তবে এ ব্যাপারে এখনও প্রাথমিক স্তরে চিন্তাভাবনা চলছে।

পাশাপাশি এমন একটি অ্যাপ তৈরি হয়েছে যার সাহায্যে অনলাইনেই কর জমা দেওয়া যাবে। এই মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কর জমা যেমন দেওয়া যাবে তেমনই টাকা ফেরতের প্রক্রিয়ার দিকেও নজর রাখা যাবে।

আধার নির্ভর ইলেকট্রনিক কেওয়াইসি সুবিধের মাধ্যমে যদি কেউ পোর্টালে ঢুকে প্যানের আবেদন করেন, তবে বুড়ো আঙুলের টিপসই পরখ করেই তাঁর জন্মতারিখ ও ঠিকানার মত তথ্য পাওয়া যাবে।

সরকার জানিয়েছে, এই মুহূর্তে দেশের ২৫ কোটির বেশি মানুষের প্যান কার্ড রয়েছে। প্রতি বছর আড়াই কোটি মানুষ নতুন করে প্যানের আবেদন করেন।