নয়াদিল্লি: বেনামি লেনদেনে যুক্ত থাকা নিয়ে জনসাধারণকে সতর্ক করল আয়কর দফতর। সংস্থার দাবি, নতুন আইন লঙ্ঘন করলে অপরাধ হিসেবে বিচার করা হবে এবং দোষী সাব্যস্ত হলে সাত বছর পর্যন্ত সশ্রম কারাবাস হতে পারে।


দেশের সবকটি প্রধান দৈনিকে বিজ্ঞাপন দিয়ে জনসাধারণের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছে আয়কর দফতর। ‘বেনামি লেনদেন থেকে দূরে থাকুন’ শীর্ষক বিজ্ঞাপনে কালো টাকাকে ‘মানবিকতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে সচেতন জনতার উদ্দেশ্যে আহ্বান করা হয়েছে, কালো টাকা নির্মূল করতে সরকারকে সাহায্য করতে।


আয়করের বিজ্ঞাপনে বলা হয়েছে— বেনামিদার, লাভবান এবং সেই সব ব্যক্তি যারা বেনামি লেনদেনে উৎসাহ ও প্রভাব খাটায় তারা বিচারপ্রক্রিয়ার সম্মুখীন হবে এবং সাত বছর পর্যন্ত সশ্রম কারাবাস হতে পারে তাদের। এর পাশাপাশি, বেনামি সম্পত্তির বাজারদরের ২৫ শতাংশ জরিমানাও হবে।


দফতরের তরফে জানানো হয়েছে, ২০১৬ সালের ১ নভেম্বর থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্ত দেশজুড়ে ১,৮৩৩ কোটি টাকার বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। ৫১৭টি নোটিস পাঠানো হয়েছে। ৫৪১টি সম্পত্তি ক্রোক করা হয়েছে। এই সবকটি ক্ষেত্রেই নতুন আইন অনুযায়ী মামলা দায়ের করেছে আয়কর দফতর।


সরকারি বিজ্ঞাপনে এ-ও বলা হয়েছে, যারা আয়কর দফতরকে অসত্য বা মিথ্যে তথ্য দেবে, তাদের বিরুদ্ধেও বেনামি সম্পত্তি লেনদেন আইন, ২০১৬-র আওতায় বিচারপ্রক্রিয়া চলবে এবং এক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছরের কারাবাস এবং বেনামি সম্পত্তির বাজার দরের ১০ শতাংশ জরিমানা দিতে হবে।


আয়কর দফতর জানিয়ে দিয়েছে, বেনামি সম্পত্তি যে কোনও সময় ক্রোক করতে পারে সরকার। অভিযুক্তদের বিরুদ্ধে দায়ের হবে মামলা। আর তা আয়কর ফাঁকি দেওয়ার মামলার সঙ্গে সমান্তরাল চলবে।