নয়াদিল্লি: হাতে দামী ঘড়ি? গ্যারাজে চকমকে লাক্সারি কার? তার ছবি দেমাক করে ফেসবুকে দিয়েও দিয়েছেন? ব্যাস, হয়ে গেল। আপনাকে বাঁচানো শিবেরও অসাধ্য। যে কোনও মুহূর্তে কালো টাকার সন্ধান পেতে আয়কর দফতর বাড়ি চলে আসবে।
আগামী মাস থেকে কালো টাকার সন্ধান পেতে অনলাইনে উঁকি ঝুঁকি মারতে চলেছে আয়কর। সোশ্যাল মিডিয়া সাইট থেকে তথ্য জোগাড় করবে তারা। তারপর তার মিলিয়ে দেখবে ইনকাম ডিক্লারেশন আর খরচের ধরনধারনের সঙ্গে।
ব্যক্তির রোজগার ও সম্পত্তির পুরোপুরি হদিশ পেতে ইতিমধ্যেই আধারের সঙ্গে প্যানের সংযুক্তি অত্যাবশ্যক করেছে আয়কর দফতর। কেন্দ্রের বক্তব্য, এভাবে বেআইনি সম্পত্তির হদিশ মিলবে ও কর ফাঁকির ব্যাপারে জানা যাবে।
সোশ্যাল মিডিয়ায় নজরদারির এই প্রকল্পের নাম প্রজেক্ট ইনসাইট। এ জন্য ইনকাম ট্যাক্স চুক্তিবদ্ধ হয়েছে এল অ্যান্ড টি ইনফোটেকের সঙ্গে। এখন চলছে পরীক্ষা নিরীক্ষা, আশা করা হচ্ছে, আগামী মাসেই চালু হয়ে যাবে এই প্রকল্প।
এর ফলে ব্যক্তির আয়কর রিটার্ন, আয়কর ফর্ম, টিডিএস/টিসিএস স্টেটমেন্ট ও নানা আর্থিক প্রতিষ্ঠান থেকে আর্থিক লেনদেন সংক্রান্ত যাবতীয় তথ্য কেন্দ্রের নাগালে চলে আসবে।
দামি গাড়ি, ঘড়ি কিনেছেন? ভুলেও ফেসবুকে ছবি দেবেন না! দরজায় চলে আসবে ইনকাম ট্যাক্স
ABP Ananda, Web Desk
Updated at:
10 Sep 2017 01:24 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -