অমরাবতী: কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া পোক্ত করার লক্ষ্যে এগচ্ছেন চন্দ্রবাবু নাইডু। আর তাঁর দল তেলুগু দেশম পার্টির (টিডিপি) পলিটব্যুরোর নেতা তথা অন্ধ্রপ্রদেশের অর্থমন্ত্রী ইয়ানামালা রামকৃষ্ণুডু কটাক্ষ করলেন, সব জাতীয় প্রতিষ্ঠানকে ‘গিলে খাচ্ছেন’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এক বিবৃতিতে রামকৃষ্ণুডু বলেছেন, মোদীর চেয়ে বড় অ্যানাকোন্ডা আর আছে কি? উনি সিবিআই, আরবিআইয়ের মতো প্রতিষ্ঠানগুলিকে গিলে নিচ্ছেন। উনি কী করে রক্ষাকর্তা হতে পারেন?
পাল্টা অন্ধ্র বিজেপি বলেছে, টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু তো দুর্নীতির রাজা। ওঁর ভয়, এবার বুঝি যাবতীয় দুর্নীতি উন্মোচিত হয়ে যাবে! দলের রাজ্য শাখার সভাপতি কান্না লক্ষ্মীনারায়ণের কটাক্ষ, দুর্নীতির চূড়ামণি চন্দ্রবাবু যে কোনও স্তরে নামতে পারেন। ২০১৭-য় এনডিএ-র বৈঠকে যিনি প্রস্তাব পাশ করিয়েছিলেন যে, আবার মোদীরই প্রধানমন্ত্রী হওয়া উচিত, তিনিই এখন তাঁকে অপরাধী বলে দেখানোর চেষ্টা করছেন। সব দুর্নীতিগ্রস্ত নেতাগুলি একজোট হয়েছে, চন্দ্রবাবুও দ্রুত সেখানে ভিড়ে গেলেন। কিন্তু রাজনীতির আড়ালে ওরা দেশকে লুঠ করতে চাইলে সেটা সম্ভব হবে না। চন্দ্রবাবু ওঁর দুর্নীতির ইতিহাস ফাঁস হয়ে পড়ার ভয়ে কংগ্রেসের হাত ধরেছেন।
যদিও রামকৃষ্ণুডুর দাবি, দেশকে বিজেপির হাত থেকে বাঁচানোই টিডিপির আশু কর্তব্য। বর্তমান পরিস্থিতিতে দেশ, গণতন্ত্র, সাংবিধানিক মূল্যবোধ রক্ষা করা প্রতিটি মানুষের প্রাথমিক দায়িত্ব বলেও অভিমত জানান তিনি।
পাশাপাশি বিরোধী দল ওয়াই এস আর কংগ্রেস ও জনসেনারও তীব্র সমালোচনা করে তিনি বলেন, শুধু ক্ষমতার জন্যই লালায়িত ওরা, কোনও জাতীয় দায়িত্বই নেই ওদের। তাই, যে মোদী গণতন্ত্র ও জাতীয় প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করছেন, তাঁকেই ওরা সমর্থন করছে।
মোদী ‘অ্যানাকোন্ডা’, সব জাতীয় প্রতিষ্ঠানকে ‘গিলে খাচ্ছেন’, কটাক্ষ টিডিপি-র, চন্দ্রবাবু ‘দুর্নীতির রাজা’, পাল্টা বিজেপি
Web Desk, ABP Ananda
Updated at:
04 Nov 2018 02:56 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -