নয়াদিল্লি: ধর্ষণ এড়াতে মেয়েরা ঘরবন্দি থাকুক! এমনই দাওয়াই দিলেন অন্ধ্রপ্রদেশের তেলুগু দেশম পার্টির (টিডিপি) এক বিধায়ক। তাঁর অভিমত, মেয়েদের গাড়ির মতোই বাড়ির গ্যারেজে রেখে দেওয়া উচিত! তবেই ধর্ষণ থেকে রক্ষা করা যাবে। গাড়ি কিনে যেমন গ্যারেজে রেখে দিলে দুর্ঘটনার ভয় থাকে না, কিন্তু রাস্তায় নামালেই আশঙ্কা থেকে যায়, তেমনই মেয়েরা ঘরের বউ হয়ে থাকলেই ধর্ষণ এড়াতে পারেন।

পরিহাসের কথা হল, কোডেলা শিবা প্রসাদ নামে ওই টিডিপি বিধায়ক এমন চমকে দেওয়া মন্তব্য করেছেন অমরাবতীতে জাতীয় মহিলা পার্লামেন্ট-এর অধিবেশনে, যেখানে মহিলাদের অধিকার, সম্মানের মতো ইস্যু নিয়েই চর্চা হচ্ছিল!

তবে এহেন মন্তব্যে তীব্র নারীবিদ্বেষ ফুটে উঠলেও নির্বিকার ওই এমএলএ। তিনি পরে বলেন, তিনি বোঝাতে চেয়েছিলেন, গ্যারেজ হল ঘর যেখানে মেয়েরা (কোডেলার মতে গাড়ির মতো) নিরাপদ। বিতর্ক গায়ে না মেখে তিনি পরে রাখঢাক না করে সোজা বলে দেন, মেয়েরা  ঘরে থাকলেই ধর্ষণ এড়াতে সম্ভব। ওরা ঘরের বাইরে পা বাড়ালেই ইভটিজিং, হেনস্থা, অপহরণ, ধর্ষণের ভয় থাকে।