হায়দরাবাদ:  অভব্য, অশালীন আচরণের অভিযোগে বৃহস্পতিবারই দেশীয় সমস্ত উড়ানসংস্থা তেলুগু দেশম পার্টির সাংসদ জে.সি. দ্বিবাকর রেড্ডির দেশীয় বিমানে ওঠার ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল। অথচ সেই নিষেধাজ্ঞা জারির ঘণ্টাখানেকের মধ্যেই শুক্রবার গভীর রাতে পারিবারিক ছুটি কাটাতে আন্তর্জাতিক বিমানে চেপে ইওরোপ পাড়ি দিলেন ওই টিডিপি সাংসদ।

এপ্রসঙ্গে বিধায়কের দাদা জে.সি প্রভাকর রেড্ডিকে প্রশ্ন করা হলে তিনি জানান, এই ছুটির পরিকল্পনাটি বহু আগে থেকেই করা ছিল। তাঁরও যাওয়ার কথা ছিল, কিন্তু ব্যক্তিগত কাজে আটকে যাওয়ায় তিনি যেতে পারেননি। তারপর তিনি যোগ করেন গতকাল তিনি ভিসা হাতে পাননি, ভিসা পেয়েছেন অনেক আগে। তবে কোন বিমানে করে ইউরোপের কোথায় তাঁর ভাই গেছেন, সেবিষয়ে তিনি কিছু মন্তব্য করেননি।

ঠিক কতদিনের জন্যে বিদেশ সফরে গেলেন টিপিডি সাংসদ?  এপ্রসঙ্গে এক টিডিপি নেতা জানিয়েছেন, খুব সম্ভবত তিনি সাত থেকে দশ দিনের জন্যে বাইরে থাকবেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকালে বিশাখাপত্তনম থেকে বিমানে হায়দরাবাদ যাওয়ার কথা ছিল টিডিপি এই সাংসদের। তিনি বিমান ছাড়ার মাত্র ২৮ মিনিট আগে বিমানবন্দরে এসে পৌঁছন। কিন্তু নিয়ম অনুযায়ী সমস্ত দেশীয় উড়ানসংস্থা বিমান ছাড়ার ৪৫ মিনিট আগে চেক-ইন কাউন্টার বন্ধ করে দেয়। এক্ষেত্রেও সেই নিয়মই পালন করা হয়েছিল। রাগত্ব সাংসদ সেসময় উড়ানসংস্থার গ্রাউন্ডকর্মীদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে যান। তারপর কাউন্টার লক্ষ্য করে প্রিন্টার ছুঁড়ে মারেন।

এরপরই বিমানমন্ত্রী অশোক গজপতি রাজু যিনি আবার টিডিপির সদস্যও, বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে, এবং দোষীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে। তারমধ্যেই  সাংসদের এই বিদেশ সফর। এই ঘটনা ছাড়াও আগের বছরও বিমান মিস করায় রেগে গিয়ে বিজয়ওয়াড়ার গন্নভর্মণ বিমানবন্দরে ভাঙচুর চালান এই সাংসদ ।