নয়াদিল্লি: দিল্লির বিখ্যাত তিন মূর্তি চকের নাম বদলে গেল। নতুন নাম হল ইজরায়েলের শহর হাইফার নামে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ভারত সফর উপলক্ষ্যে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল বা এনডিএমসি এই প্রস্তাব পাশ করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু যৌথভাবে এই তিন মূর্তি চকের সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন। তিন মূর্তি চকের এখন থেকে নাম হবে তিন মূর্তি হাইফা চক। হাইফার যুদ্ধের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে ভারত-ইজরায়েলের বন্ধুত্ব প্রতীক হিসেবে এই নামবদল।

তিন মূর্তি রোড ও চকের নাম বদলের প্রস্তাব শেষ কয়েক বছর ধরে বেশ কিছু সংগঠন করে এসেছে, আরএসএসও তাদের অন্যতম। ১৯১৮-র হাইফার যুদ্ধে ভারতীয় সেনার তিনটি রেজিমেন্টের অবদান মাথায় রেখে কেন্দ্রের এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে দাবি করে আরএসএস। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকও বলে, তিন মূর্তি চককে ঘিরে মানুষের মধ্যে ভুল ধারণা গড়ে উঠেছে যে এর সঙ্গে মোহনদাস কর্মচন্দ গাঁধীর সম্পর্ক রয়েছে। হাইফার যুদ্ধে যোগ দেওয়া তিনটি ক্যাভালরি রেজিমেন্টের নামে তিন মূর্তি চকের নাম, অথচ সকলে ভাবেন, এই চকের নাম তিন বানরের নামে। এই ভুল ধারণা পাল্টানো উচিত।

প্রথম বিশ্বযুদ্ধের সময় তুর্কি অটোমান দখলদারি থেকে ইজরায়েলের এই শহরকে মুক্ত করে ভারতীয় সেনা। যুদ্ধে যোগ দেওয়া ১৫ ইম্পিরিয়াল সার্ভিস ক্যাভালরি ব্রিগেডের বহু ভারতীয় সৈন্য এই যুদ্ধে প্রাণ হারান, ৯০০ জনের কাছাকাছি সেনাকে ইজরায়েলেই সমাধিস্থ করা হয়।

প্রতি বছর ২৩ সেপ্টেম্বর হাইফা দিবস পালন করে ভারত ও ইজরায়েল। ৪০০ বছরের তুর্কি আগ্রাসন থেকে হাইফাকে মুক্ত করতে প্রাণ দেওয়া সেনাদের স্মরণে পালিত হয় দিনটি।