নয়াদিল্লি: নির্ভয়া কাণ্ডের পর কয়েক বছর কেটে গেছে। মহিলাদের ওপর নির্যাতনের বিরুদ্ধে আইন কড়া হয়েছে অনেক। কিন্তু দেশের রাজধানীতে মহিলাদের ভাগ্য বদলায়নি এতটুকু। বৃহস্পতিবার পূর্ব দিল্লির গান্ধীনগর এলাকায় এক কিশোরীর পোড়া দেহ উদ্ধার হয়েছে তারই বাড়ি থেকে। প্রথমে পুলিশের মনে হয়েছিল, এটা আত্মহত্যার ঘটনা। কিন্তু ময়নাতদন্তে জানা যায়, আত্মহত্যা নয়, ধর্ষণের পর পুড়িয়ে মারা হয় মেয়েটিকে। খুন, ধর্ষণে জড়িত সন্দেহে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনার সময় বাড়িতে একাই ছিল বছর ১৬-র মেয়েটি। তার বাবা, মা ও ভাই বাইরে গিয়েছিলেন। দুই যুবক সে সময় বাড়িতে এসে যৌন নির্যাতনের পর তাকে খুন করে বলে অভিযোগ। তারপর প্রমাণ লোপাটের জন্য গায়ে তেল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মেয়েটির ভাই সন্ধেবেলা বাড়ি ফিরে বোনের আধপোড়া দেহ দেখতে পান। প্রথমে পুলিশ মনে করেছিল, আত্মহত্যা করেছে মেয়েটি। কিন্তু ময়নাতদন্তে জানা যায়, ধর্ষণের পর খুন করা হয় তাকে।

বিষয়টি নিয়ে ওই এলাকায় পুলিশি তদন্ত শুরু হলে মৃত কিশোরীর এক বান্ধবী এসে পুলিশে অভিযোগ করে, এলাকার দুই যুবক বেশ কিছুদিন ধরে তাকে ও তার মৃত বান্ধবীকে হেনস্থা করেছে। তাকেও ধর্ষণ করেছে তারা, খুনের চেষ্টা করেছে। কিন্তু কোনওরকমে পালাতে পারলেও ধর্ষকদের হুমকির জেরে কাউকে কিছু বলতে পারেনি সে।

এরপরই অভিযুক্ত দুজনকে গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে একজনের বিরুদ্ধে আবার বহু মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। তবে অভিযুক্তদের বয়স এখনও নির্ধারণ না হওয়ায় তাদের পরিচয় প্রকাশ্যে আনা হয়নি।