নয়াদিল্লি: যাত্রী সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যে নজর। জরুরি প্রয়োজন থেকে বিনোদন। তেজস ট্রেনে থাকছে সব কিছুই।

লোকাল ট্রেনে বাদুরঝোলা ভিড়....আর দূরপাল্লার ট্রেনে অন্তহীন-অভিযোগ!
ভারতীয় রেলের চিরাচরিত এই ছবিটা কি এবার বদলাতে পারবে বাজেটে ঘোষিত নতুন ট্রেনগুলি?

রেল সূত্রে খবর, যাত্রী স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিয়েই সেজে উঠছে রেল পরিবারের নতুন অতিথিরা! তেজস ট্রেনে থাকছে ২২টি নতুন সুবিধা। এই ট্রেনের কামরার রং হবে সোনালি। কামরার ভিতরে মিলবে ফ্রি ওয়াইফাই। থাকবে চা ও কফি ভেন্ডিং মেশিন, ম্যাগজিন ও স্ন্যাকস টেবল। প্রতিবন্ধীদের জন্য থাকছে বিশেষ ডিসপ্লে বোর্ড। নিজের জন্য আলাদা বিনোদন পর্দা পাবেন প্রত্যেক যাত্রী। ট্রেনের মধ্যে এলইডি বোর্ডেই ফুটে উঠবে নিরাপত্তা সংক্রান্ত নানা নির্দেশিকা।

কর্পোরেট কায়দায় সেজে উঠছে তেজসের শৌচাগারও! বায়ো ভ্যাকুম টয়লেটে থাকবে ওয়াটার লেভেল ইন্ডিকেটর, যেখানে বোঝা যাবে জলের পরিমাণ। শৌচাগারের ট্যাপ ও হ্যান্ড ড্রায়ার হবে পুরোপুরি স্বয়ংক্রিয়।

তেজসের পাশাপাশি হামসফরের অন্দর সজ্জাতেও বাড়তি গুরুত্ব দিচ্ছে রেল মন্ত্রক।

হামসফর ও তেজসে থাকবে সিসিটিভি ক্যামেরা। ফায়ার অ্যান্ড স্মোক ডিটেকশন সিস্টেম। হামসফরের কামরায় লাগানো হবে ছবি আঁকা হালকা রঙের ভিনাইল বোর্ড।

সরকারি সূত্রে দাবি, যাত্রীদের বিশ্বমানের রেলযাত্রা উপহার দিতেই এই সব উদ্যোগ।
বাজেটে ঘোষিত অন্ত্যোদয় এক্সপ্রেসের পুরোটাই অসংরক্ষিত। দূরপাল্লার বেশ কয়েকটি ট্রেনে যোগ করা হবে ‘দীন দয়ালু কামরা’। রেল সূত্রে খবর, সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখেই ওই কামরাগুলিতে পরিষেবার মান্নোনয়ন করা হবে।

এবারের বাজেটে তেজস, হামসফর ট্রেনের পাশাপাশি অন্ত্যোদয় এক্সপ্রেস এবং দীন দয়ালু কোচ চালুর ঘোষণা করেছিল সরকার।