রাঁচি: পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব বিশেষ সিবিআই আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পরেই বিজেপি-কে আক্রমণ করলেন তেজস্বী যাদব। লালু-পুত্রের দাবি, ‘লালুজির একমাত্র দোষ হল, তিনি একজন দলিত। বিজেপি আমাদের গোটা পরিবারের পিছনে লেগেছে। বিহার এদের ছাড়বে না।’
আজই বিশেষ সিবিআই আদালতের বিচারপতি শিবপাল সিংহ লালু সহ ১৫ জনকে দোষী সাব্যস্ত করেছে। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র সহ ৭ জন অবশ্য এই মামলা থেকে রেহাই পেয়েছেন। ৩ জানুয়ারি লালুদের সাজা ঘোষণা হবে।
গতকালই লালুর সঙ্গে রাঁচি পৌঁছন তেজস্বী। তিনি আজ আদালতে হাজির ছিলেন। সাজা ঘোষণার পরেই বিজেপি-র বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ করেছে আরজেডি।
বিজেপি আমাদের পরিবারের পিছনে লেগেছে, দাবি তেজস্বীর
Web Desk, ABP Ananda
Updated at:
23 Dec 2017 08:38 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -