হায়দরাবাদ: হায়দরাবাদের তথ্যপ্রযুক্তি করিডরের মহিলা কর্মীদের সুরক্ষায় ড্রোন মোতায়েন করে নজরদারির কথা ভাবছে তেলঙ্গানা সরকার। রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তরের মুখ্যসচিব জয়েশ রঞ্জনকে উদ্ধৃত করে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহিলারা বিপদে পড়লে প্রথম সাড়া দেবে ড্রোন। তিনি জানিয়েছেন, সাইবারাবাদ কমিশনারেটের আওতাভুক্ত থানাগুলি ওই ড্রোন চালাবে। যখনই কোনও বিপদগ্রস্ত মহিলা সাহায্য চেয়ে এসওএস পাঠাবেন, জিপিএস ব্যবহার করে ড্রোন তাঁকে খুঁজে বের করে মূহূ্র্তের মধ্যে তাঁর কাছে পৌঁছে যাবে, সাইরেন বাজিয়ে এলাকার লোকজনকেও সজাগ করে দেবে। এই ভাবনাটা প্রথম পেশ হয় সম্প্রতি আয়োজিত এক হ্যাকাথনে, যা অনেকেরই পছন্দ হয়েছে। আমাদের উদ্যোগ অবশ্য একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। এক বছর বাদে এটা চালু হবে। আরও তথ্য প্রকাশ করা হবে এ ব্যাপারে।
বর্তমানে যেগুলি আছে, সেগুলিতে আর জায়গা হবে না বলে সরকার নতুন আইটি পার্ক তৈরির প্রক্রিয়া চালাচ্ছে বলেও জানান তিনি।
রঞ্জন ১.০৯ লক্ষ বর্গফুট এলাকা নিয়ে জেনকিউ সংস্থার নতুন বিশ্ব সদর দপ্তরের উদ্বোধনও করেন আজ।