হায়দরাবাদ: পথ দুর্ঘটনায় জখম এক ব্যক্তির কাছে ক্ষমা চাইলেন তেলঙ্গানার তথ্যপ্রযুক্তি ও পুরমন্ত্রী কেটি রামা রাও। পথ দুর্ঘটনায় আহত হওয়ার পর জিতেন্দর নামে ওই ব্যক্তিকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু যানজটের জেরে সেই গাড়ি আটকে পড়ে। মন্ত্রীর কনভয়ের পথ করে দিতে ওই সময় যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছিল।
জিতেন্দর নামে এক ব্যবসায়ী মোটর সাইকেলে চড়ে যাচ্ছিলেন। সেই সময় তাঁকে একটি গাড়ি ধাক্কা দেয়। গুরুতর জখম হন তিনি।
মন্ত্রী ট্যুইট করে লিখেছেন, 'আমার আশা, এটা সত্যি নয়। কারণ, আমি এভাবে কাজ করি না। যদি সত্যি হয়, তাহলে আমি ওই ভদ্রলোকের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি এবং সেইসঙ্গে রাজ্য পুলিশের ডিজি-র কাছে অনুরোধ, এমন ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করতে পুলিশ কর্মীদের নির্দেশ দেওয়া হোক'।
এরপরই রাজ্য পুলিশের প্রধান জানান যে, মন্ত্রীর নির্দেশ সমস্ত পুলিশ কমিশনার ও সুপারদের কাছে পাঠানো হয়েছে। ভিভিআইপি বা ভিআইপি-দের গাড়ি চলাচল করলেও চিকিত্সা সংক্রান্ত জরুরি গাড়িগুলি অগ্রাধিকার দিতে হবে।
সংবাদমাধ্যমে জিতেন্দরের খবরটি পড়ে ক্ষমাপ্রার্থনা করেছেন মন্ত্রী।