হায়দরাবাদ: কারাবন্দিদের মধ্যে যাঁরা গর্হিত অপরাধ করেননি এবং আচরণ ভাল, তাঁদের এবার কাজে লাগানোর প্রস্তাব দিল তেলেঙ্গানার কারা দফতর। পারিবারিক গোলমাল বা সম্পত্তি নিয়ে বিবাদের জেরে অপরাধ করে যাঁরা জেলে বন্দি, তাঁদের স্কুল, হাসপাতাল দেখাশোনার কাজ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। রাজ্যের স্বরাষ্ট্র দফতরের কাছে এই প্রস্তাব পাঠানো হয়েছে। কারা দফতরের কর্তাদের আশা, এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।
তেলেঙ্গানার কারা বিভাগের ডিরেক্টর জেনারেল ভিকে সিংহ বলেছেন, সব বন্দিই দাগী অপরাধী নন। সুযোগ পেলেই পালিয়ে যাওয়ার প্রবণতাও খুব কম বন্দির মধ্যেই দেখা যায়। সমাজের কল্যাণে এই বন্দিদের কর্মদক্ষতাকে ব্যবহার করা উচিত। বন্দিদের কাজে লাগানোর বিষয়ে শিক্ষা ও স্বাস্থ্য দফতরের মতামত জানতে চাওয়া হয়েছে। স্কুল ও হাসপাতালে কাজ করলে বন্দিরা আইনের চৌহদ্দির মধ্যেই থাকবেন। ফলে তাঁদের কাজে লাগানো যেতেই পারে।
তেলেঙ্গানায় কারাবন্দিদের স্কুল, হাসপাতালে কাজ করানোর প্রস্তাব
Web Desk, ABP Ananda
Updated at:
06 Nov 2016 01:02 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -