বিজয়ওয়াড়া: নোট বাতিলের ধাক্কায় দেশব্যাপী সঙ্কট। নগদের ঘাটতিতে ভুগছে আমআদমি, আর তখনই কিনা ভগবান রামকে রূপোর মুকুট দান করলেন বিজয়ওয়াড়ার এক রাস্তার ভিখারী!
ইয়াদিরেড্ডি নামে ৭৫ বছর বয়সি ওই ভিখারী তেলঙ্গানার নালগোন্ডা থেকে কিশোর বয়সেই বিজয়ওয়াড়া এসেছিলেন। অন্নের সংস্থান করতে নানা ধরনের ছোটখাট কাজ করেছেন। প্রায় ৪৫ বছর রিক্সা টেনেছেন। তবে বয়স হয়েছে, তাই রিক্সা চালানো ছেড়ে গত কয়েক বছর ধরে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়ান ইয়াদিরেড্ডি। লোকে দয়া-দাক্ষিণ্য করে যা দেয়, তাতেই পেট চলে যায়। তিনি অনুভব করেন, প্রয়োজনের থেকে বেশিই টাকা-পয়সা আছে তাঁর। পরিবার-পরিজন বলতে কেউই নেই, তাই দায়দায়িত্বও পালন করতে হবে না। একেবারে ঝাড়া হাত-পা। ঠিক করেন, বাড়তি আয়ের অর্থটা আধ্যাত্মিক কাজে খরচ করবেন, দানধ্যান করবেন।
এর আগে রূপোর মুকুট দান করেছেন সাঁইবাবাকে। এবার সাধ হয়েছে, মুথ্যালামপাডুর কোডান্ডা রামালয়মে রূপোর মুকুট দেবেন। এ পর্যন্ত রূপোর মুকুটের পিছনে ব্যয় করেছেন প্রায় দেড় লক্ষ টাকা। এছাড়া নিত্য আনন্দম মন্দিরে ডোনেশন দিয়েছেন ২০ হাজার টাকা।
ইয়াদিরেড্ডি বলেছেন, ঈশ্বরে বিশ্বাস করি। তিনি যে শক্তি, সাহস দিয়েছেন, তার জোরেই এখনও বেঁচে রয়েছি। ঈশ্বরকে ধন্যবাদ। তারই প্রতিদানে ভগবান রামকে সামান্য দান করছি।
মন্দিরের চেয়ারম্যান তথা বিধায়ক গৌতম রেড্ডি বলেছেন, বেশ কিছুদিন ধরেই মন্দির চত্বরে ভিক্ষা করছে লোকটি। দারুণ কাজ করল। ওর উদাহরণ দেখে লোকের উপলব্ধি হবে যে, টাকাই সব নয়। ভাল, মহান কাজে টাকা কোনও সমস্যাই হয় না।
ভগবান রাম-কে দেড় লাখ টাকার রূপোর মুকুট বিজয়ওয়াড়়ার ভিখারীর!
Web Desk, ABP Ananda
Updated at:
27 Dec 2016 02:22 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -