হায়দরাবাদ: কেরলের শবরীমালা মন্দিরে রাতের অন্ধকারে দুই মহিলার প্রবেশ করাকে কাপুরুষোচিত বলে দাবি করলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) প্রাক্তন চেয়ারম্যান জি মাধবন নায়ার। সম্প্রতি বিজেপি-তে যোগ দেওয়া এই প্রখ্যাত মহাকাশ বিজ্ঞানী বলেছেন, ‘কেরল সরকার তুচ্ছ বিষয়ে বেশি নজর দিচ্ছে। কেরলের বন্যায় প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। পুনর্গঠন ও পুনর্বাসন প্রক্রিয়া শম্বুক গতিতে এগোচ্ছে। সেদিকে মন দেওয়া উচিত সরকারের। দুই মহিলা কাপুরুষোচিত কাজ করেছেন। রাতের আঁধারে যে কেউ মন্দিরে প্রবেশ করতে পারে। শবরীমালায় মহিলাদের প্রবেশাধিকার নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর প্রাথমিক জটিলতা কাটিয়ে ধীরে ধীরে যে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয়েছিল, এই ঘটনায় সেটি নষ্ট হয়ে গেল।’
বিশেষ বয়সের মহিলাদের শবরীমালায় প্রবেশে বাধা দেওয়া প্রসঙ্গে প্রাক্তন ইসরো চেয়ারম্যান বলেছেন, ‘ভক্তদের মধ্যে এই প্রথা চলে আসছে। সেটার প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। এর মধ্যে সাংবিধানিক কিছু নেই। শিখ, মুসলিম বা খ্রিস্টানদের ধর্মে নিজস্ব নিয়ম রয়েছে। আদালত বা সরকার কি তাতে হস্তক্ষেপ করছে? শুধু হিন্দুদেরই কেন আক্রমণ করা হচ্ছে? এটা রাজনৈতিক বিষয়।’
রাতের আঁধারে মন্দিরে ঢোকা কাপুরুষোচিত কাজ, শবরীমালা প্রসঙ্গে দাবি প্রাক্তন ইসরো চেয়ারম্যানের
Web Desk, ABP Ananda
Updated at:
04 Jan 2019 05:26 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -