মুম্বই: গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা মহারাষ্ট্রের ভাণ্ডারা ডিসট্রিক্ট জেনারেল হাসপাতালে। সদ্যজাতদের সুস্থ করে তোলার সিক নিউবর্ন কেয়ার ইউনিটে (এসএনসিইউ) আগুন লাগে। যার জেরে বেঘোরে প্রাণ হারায় ১০ জন সদ্যজাত। ১ দিন থেকে ৩ মাস বয়সী ১০ শিশুর প্রাণ গিয়েছে এই মর্মান্তিক অগ্নিকাণ্ডে।


হাসপাতালের চিকিৎসক প্রমোদ খান্দাতে প্রাণের ঝুঁকি নিয়ে আগুন লাগা হাসপাতালের অংশে ঝাঁপিয়ে পড়ায় প্রাণ বেঁচেছে ৭ শিশুর।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাত ২ টো নাগাদ আগুন লাগে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকে আগুন লাগে।

হাসপাতালের কর্মীরা হঠাৎই গভীর রাতে সিক নিউবর্ন কেয়ার ইউনিট থেকে ধোঁয়া বেরোতে দেখেন। যার পরই তারা নিজেদের সাধ্যমতো চেষ্টা চালান সদ্যজাতদের প্রাণ বাঁচানোর। তবে দুর্ভাগ্যবশত, ১০ জনকে বাঁচানো যায়নি।



মর্মান্তিক যে ঘটনা নিয়ে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব থ্যাকারে। টুইটে প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, 'মহারাষ্ট্রের ভাণ্ডারায় যা হয়েছে তা হৃদয় বিদারক। বেশ কয়েকটি মূল্যবান প্রাণ হারিয়েছি আমরা। সদ্যজাতহারা পরিবারদের প্রতি সমবেদনা জানাই। আশা রাখি, যারা আহত হয়েছে, তারা দ্রুত সেরে উঠবে।'



মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার খবর পেয়েই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপের সঙ্গে কথা বলেন উদ্ধব থ্যাকারে। গোটা ঘটনার দ্রুত তদন্ত শুরু করারও নির্দেশ দিয়েছেন তিনি।



কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেসের নেতা রাহুল গাঁধিও দুঃখপ্রকাশ করেন। অমিত শাহ টুইটারে লেখেন, 'ভাণ্ডারা ডিসট্রিক্ট জেনারেল হাসপাতালের দুর্ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। দুঃখপ্রকাশের ভাষা নেই। অপূরণীয় ক্ষতি হয়ে গেল যে পরিবারগুলোর, তাদের প্রতি সমবেদনা জানাই, আশা রাখি ঈশ্বর তাদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি দিন।'



রাহুল গাঁধি লেখেন, 'মহারাষ্ট্রের ভাণ্ডারা ডিসট্রিক্ট জেনারেল হাসপাতালের ঘটনা অত্যন্ত দুঃখজনক। যে পরিবারগুলো তাদের শিশুদের হারালেন তাদের প্রতি সমবেদনা রইল। মহারাষ্ট্র সরকারের কাছে আবেদন করব ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে।'