উত্তর প্রদেশের মোরাদাবাদে বাস-ট্রাকের সংঘর্ষ, মৃত ১০
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Jan 2021 11:54 AM (IST)
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারের লোকজনকে ২ লাখ টাকা করে অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে।
মোরাদাবাদ: উত্তর প্রদেশের মোরাদাবাদে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় ১০ জন প্রাণ হারিয়েছেন। মোরাদাবাদ আগ্রা হাইওয়ের পর একটি বাসের প্রচণ্ড ধাক্কা লাগে ট্রাকের সঙ্গে। দুর্ঘটনায় বাসটির ১০ যাত্রী প্রাণ হারান, গুরুতর আহত আরও ১০ জন।
দুর্ঘটনাটি ঘটেছে মোরাদাবাদের কুন্দরকি থানা এলাকার হুসেনপুর এলাকায়। এ ব্যাপারে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ প্রশাসন। পুলিশ জানিয়েছে, ঘন কুয়াশার জেরে এমন দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে তারা। কেন এমন দুর্ঘটনা ঘটল তা ঠিকমত জানতে তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় স্পেশাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ জানিয়েছেন, দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১০ হয়েছে। আহতও হয়েছেন ২৫ জনের বেশি। ঘটনাস্থলে রয়েছে ফরেন্সিক টিম। ত্রাণ কার্য শেষ হয়ে গিয়েছে। এসএসপি জানিয়েছেন, তিনটি যানের মধ্যে সংঘর্ষের জেরে এই দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, ওভারটেকিংয়ের জন্য গাড়িগুলির রেষারেষি চলছিল। তখন নিয়ন্ত্রণ হারিয়ে এই কাণ্ড ঘটে।
উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মৃতদের পরিবারের লোকজনকে ২ লাখ টাকা করে অর্থ সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছেন। আহতদের দেওয়া হবে ৫০ হাজার টাকা করে। স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের তিনি নির্দেশ দিয়েছেন, আহতদের জন্য সব রকম চিকিৎসার ব্যবস্থা করতে।
গতকাল কানপুরের বিধনু এলাকায় পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু ঘিরে তুলকালাম কাণ্ড হয়। বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয় একটি পুলিশ ফাঁড়িতে। পুলিশ জানিয়েছে, মহিলার নাম মায়া দেবী, বয়স ৪৫ বছর। স্থানীয় পিপারগাওয়ান গ্রামের কাছে বৃহস্পতিবার গভীর রাতে একটি ডাম্পার পিছন দিক থেকে তাঁকে পিষে দেয়। তখন তিনি তাঁর এক আত্মীয়ের বাড়ি থেকে ঘরে ফিরছিলেন। ডাম্পারের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এরপরই বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয় পরপর তিনটি ডাম্পারে, স্থানীয় কোরিয়া পুলিশ ফাঁড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনার অভিযুক্তদের চিহ্নিত করেছে তারা, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -