নয়াদিল্লি: গৌতম গম্ভীরের পর এবার এগিয়ে এলেন কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর। জম্মু-কাশ্মীরের
পুলওয়ামায় নিহত জওয়ানদের পরিবারের পাশে দাঁড়াতে উদ্যোগী হলেন তিনি। আগামী রবিবার দিল্লিতে একটি
বেসরকারি জীবন বিমা সংস্থা আয়োজিত ম্যারাথনে অংশগ্রহণ করবেন সচিন। একইসঙ্গে পুশ-আপস
চ্যালেঞ্জেও অংশ নেবেন এই ক্রিকেট কিংবদন্তি। সেখানে ওই পুশ-আপস চ্যালেঞ্জে সচিনের সঙ্গেই অংশ
নেবেন ম্যারাথন রানাররাও।
পিটিআই প্রকাশিত খবর অনুযায়ী, রবিবার দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়াম থেকে শুরু হবে এই ম্যারাথন। এখানে অংশগ্রহণ করবেন ১৮ হাজার রানার। তার মধ্যে ২ হাজার জন পুরো ম্যারাথনেই দৌড়বেন। ম্যারাথনের অর্ধেক পথ দৌড়বেন ৬ হাজার রানার। আর বাকিদের জন্য সময় ভাগ করে দেওয়া হবে। এই ম্যারাথন আয়োজনকারী সংস্থা একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, পুশ-আপস চ্যালেঞ্জে অংশগ্রহণকারী প্রতিটি প্রতিযোগীর জন্য তারা ১০০ টাকা করে দান করবে। যার পুরোটাই তুলে দেওয়া হবে পুলওয়ামা কাণ্ডে নিহত জওয়ানদের পরিজনের হাতে। সচিন জানিয়েছেন, “প্রতিটি ম্যারাথন রানারের কাছে
আমার অনুরোধ তারা যেন আমার সঙ্গে পুশ-আপস চ্যালেঞ্জে অংশগ্রহণ করেন এবং নিহত জওয়ানদের পরিবারগুলির পাশে দাঁড়ান।”