ভদোদরা: টাকা সুরক্ষিত নয় ব্যাঙ্কের লকারেও! গুজরাতের ভডোডরার এক ব্যক্তিকে খোয়াতে হল ২.২০ লক্ষ টাকা। ব্যাঙ্কের লকারে টাকার বান্ডিল রেখে গিয়েছিলেন তিনি। আর সেই টাকার বান্ডিলের একটা অংশে উইপোকা ধরে যাওয়ায় তাঁর এতগুলি টাকা লোকসান হল। শহরে ব্যাঙ্ক অফ বরোদার প্রতাপ নগর শাখার ব্যাঙ্কের লকারে ওই টাকাগুলি রেখেছিলেন ওই ব্যক্তি।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই ব্যক্তির নাম রেহনা কুতুবুদ্দিন দেসারওয়াল। তিনি টাকার বান্ডিলগুলি ২৫২ নম্বর লকারে রেখেছিলেন। সেই টাকা নিতে এসে তো চক্ষু চড়কগাছ দেসারওয়ালের। দেখেন, লকারেই উইপোকা ধরে গিয়েছে। আর লকারে রেখে যাওয়া নোটের বান্ডিলগুলি খেয়ে নিয়েছে উই।
গোটা ঘটনায় স্তম্ভিত দেসারওয়াল ব্যাঙ্কের ম্যানেজারের কাছে গিয়ে ঘটনার কথা জানান। তিনি টাকা ফেরতেরও দাবি জানান। তাঁর দাবি, উই ধরে যাওয়ার কারণে টাকা হারাতে হয়েছে তাঁকে। তাই ব্যাঙ্ককেই তাঁকে টাকা ফেরত দিতে হবে।
পুরো ঘটনার ব্যাখ্যা দিতে ব্যাঙ্ক অফ বরোদার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ভদোদরার প্রতাপ নগর শাখায় এক অস্বাভাবিক ঘটনা ঘটেছে। উই ধরে যাওয়ায় এক গ্রাহরেক রেখে যাওয়া টাকার একটা ক্ষুদ্র অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।ব্যাঙ্ক অফ বরদা সমস্ত গ্রাহকদের আশ্বস্ত করে জানাচ্ছে যে, পরিস্থিতি সংশোধনের জন্য আমরা অবিলম্বে ব্যবস্থা নিয়েছি। এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য ডিসইনফেকশনের কাজ করা হয়েছে। আমরা সংশ্লিষ্ট গ্রাহকের অভিযোগ বিবেচনা করছি এবং যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
ক্ষতিগ্রস্ত নোটগুলি বদলের আবেদন জানাতে দেসারওয়ালকে বলেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।
এই ঘটনায় ওই শাখার লকারের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। উপরি লিখিত বিবৃতিতেই ব্যাঙ্ক কর্তৃপক্ষ এ ব্যাপারে গ্রাহকদের আশ্বস্ত করেছে।

অনেক সময় বাড়িতে কাগজপত্রে উই ধরে যাওয়ার ঘটনা ঘটে। কিন্তু এভাবে যে ব্যাঙ্কের লকারে উইপোকা হানা দেবে, এই আশঙ্কা সম্ভবত ঘুণাক্ষরেও করেনননি বদোদরার ওই বাসিন্দা।