নয়াদিল্লিগত বছর পাক অধিকৃত কাশ্মীরে সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে জম্মু ও কাশ্মীরে নাশকতামূলক কার্যকলাপের সংখ্যা প্রায় ২৫ শতাংশ কমেছে বলে মঙ্গলবার সংসদে দাবি করল কেন্দ্র।


এদিন লোকসভায় প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হংসরাজ অহির পরিসংখ্যান পেশ করে জানান, ২০১৬ সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে ১৯৩টি জঙ্গি হামলা ঘটেছিল। সেখানে, ২০১৬ সালের অক্টোবর থেকে এবছরের মার্চ পর্যন্ত ১৫৫টি জঙ্গি হামলা হয়েছে। প্রসঙ্গত, গত বছরের ২৯ সেপ্টেম্বর পাক-অধিকৃত কাশ্মীরে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারতীয় সেনা।


শুধু জঙ্গি হামলাই নয়, সার্জিক্যাল স্ট্রাইকের ফলে জম্মু ও কাশ্মীরে পাথর-ছোঁড়ার ঘটনাও কমেছে বলে দাবি করেন মন্ত্রী। হংসরাজ জানান, গত বছরের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে উপত্যকায় ২,৩২৫টি পাথর-ছোঁড়ার ছোঁড়ার ঘটনা ঘটেছিল। সেখানে পরের ছ’মাসে সেই সংখ্যা কমে দাঁড়ায় ৪১১টি।


অহির আরও জানান, গতবছর পাক-সীমান্ত দিয়ে ৩৭১টি অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল। এর মধ্যে ১১৮ জঙ্গি এদেশে ঢুকতে সমর্থ হলেও, ২১৭ জন ফিরে যায়। তিনি যোগ করেন, নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩৫ জন জঙ্গি খতম হয়েছে, তিনজনকে গ্রেফতার করা হয়েছে।


অন্যদিকে, চলতি বছরে ফেব্রুয়ারি পর্যন্ত ৪৩ বার অনুপ্রবেশের চেষ্টা হয়। ৯ জন জঙ্গি অনুপ্রবেশ করে। চারজন খতম হয় এবং ৩০ জন ফিরে যায় বলে দাবি করেন হংসরাজ।


২০১৬ সালে নিয়ন্ত্রণরেখায় ২০টি জঙ্গি হামলার ঘটনায় ১১ জন নিরাপত্তারক্ষী এবং এক নাগরিকের মৃত্যু হয়েছে। চলতি বছরে এখনও পর্যন্ত ৪টি হামলায় তিন নাগরিক মারা গিয়েছেন।