নয়াদিল্লি: পাক অধিকৃত কাশ্মীরে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর জঙ্গি শিবিরগুলিতে 'ত্রাহি ত্রাহি' রহ। ভারতীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, সার্জিক্যাল স্ট্রাইকের পরেই পাক গুপ্তচর সংস্থা আইএসআই পাক অধিকৃত কাশ্মীরের ১৮টি জঙ্গি প্রশিক্ষণ শিবির অন্যত্র সরিয়ে নেয়। বাকি ২৪টি প্রশিক্ষণ শিবির জঙ্গিরাই খালি করে পালিয়ে গিয়েছে। এর আগে সার্জিক্যাল স্ট্রাইকের আগে এই প্রশিক্ষণ শিবিরগুলিতে পাঁচশোরও বেশি জঙ্গি ছিল। এর মধ্যে তিনশোরও বেশি জঙ্গি পালিয়ে গিয়েছে। সূত্রের খবর, পাক সেনারা বন্দুক দেখিয়ে জঙ্গিদের আটকানোর চেষ্টা করলেও অনেক ক্ষেত্রেই কাজ হয়নি। ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর, ২৬/১১-র হামলাকারীদের যেখানে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, সেই ঘাঁটি থেকেও জঙ্গিরা পালিয়ে গিয়েছে। ভারতীয় গোয়েন্দাদের অনুমান, জঙ্গিদের কেউ কেউ ঘরে ফিরে গিয়েছে। কেউ আবার রয়েছে পাক গুপ্তচর সংস্থার নিরাপদ আশ্রয়ে।
গোয়েন্দা সূত্রে খবর, ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর জঙ্গিদের মনে ভয় ঢুকে গিয়েছে যে, এবার হয়ত তাদের ঘাঁটির ওপর আক্রমণের পালা। সেকারণেই প্রাণভয়ে পালিয়ে যাচ্ছে তারা।
গোয়েন্দা সূত্রে খবর, পাক অধিকৃত কাশ্মীরের ঘাঁটিগুলিতে ভারতে অনুপ্রবেশের জন্য ২০০ জঙ্গি প্রস্তুত ছিল। কিন্তু যেভাবে সার্জিক্যাল স্ট্রাইকে ভারতীয় সেনা ঘাঁটিগুলি গুঁড়িয়ে দিয়েছে তাতে তাদের রক্ষায় দায়িত্বে থাকা পাক সেনার ওপর জঙ্গিদের ক্ষোভ বেড়েছে।
যে জঙ্গিরা পাক গুপ্তচর সংস্থার আশ্রয়ে রয়েছে তাদের জোর করে আটকে রেখেছে পাক সেনা। ওই জঙ্গিরাও বাড়ি ফিরে যেতে চাইছে।
ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের পর পাক অধিকৃত কাশ্মীরের ঘাঁটিগুলিতে 'ত্রাহি ত্রাহি' রব, পালাচ্ছে জঙ্গিরা
ABP Ananda, web desk
Updated at:
01 Oct 2016 10:48 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -