শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে সেনা জওয়ানকে বাড়িতে ঢুকে হত্যা সন্ত্রাসবাদীদের। পুলিশ জানিয়েছে, শনিবার বারামুলার সোপোরে মহম্মদ রফি নাইকু নামে ওই জওয়ানের বাড়ি চড়াও হয়ে নির্বিচারে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। দ্রুত জখম নাইকুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে সেখানে তিনি মারা যান।
এদিকে সোপিয়ানে আজই নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলিযুদ্ধে দুজন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সেখানকার এক বাগিচা থেকে সেনাবাহিনীর টহলরত জওয়ানদের লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালালে পাল্টা জবাব দেয় তারাও। গুলির লড়াইয়ে মারা যায় দুই জঙ্গি। নিহত জঙ্গিদের পরিচয়, তারা কোন সংগঠনের সদস্য, খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ।
কাশ্মীরে বাড়ি ঢুকে গুলি করে সেনা জওয়ানকে হত্যা, বাহিনীর সঙ্গে গুলিযুদ্ধে হত ২ জঙ্গি
Web Desk, ABP Ananda
Updated at:
06 Apr 2019 07:18 PM (IST)
ফের কাশ্মীরে সেনা জওয়ান খুন। এর আগেও ইদের ছুটিতে বাড়ি ফেরার পথে সেনা জওয়ানকে রাস্তা থেকেই তুলে নিয়ে গিয়ে খুন করেছিল সন্ত্রাসবাদীরা। এবার বাড়ি ঢুকে গুলি করে হত্যা।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -