নয়াদিল্লি: ‘ইমেল হওয়া উচিত মেয়েদের স্কার্টের মতো ছোট...’। দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক বাণিজ্য স্নাতক পাঠ্যক্রমের বইতে এমনটাই লেখা হয়েছে। যা ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক।


জানা গিয়েছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি বি গুপ্তর লেখা ‘বেসিক কমিউনিকেশন স্কিলস’ বইতে লেখা হয়েছে-- ‘ইমেল হওয়া উচিত মেয়েদের স্কার্টের মতো। এমন ছোট যাতে আকর্ষণ বজায় থাকে, আবার ঠিক এমন বড় যাতে গুরুত্বপূ্র্ণ অংশ ঢাকা যায়।’


পাঠ্যপুস্তকে এ ধরনের ভাষা ব্যবহার ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এক ছাত্রী জানান, কিছু পড়ুয়া আছে যারা সামাজিক ও অর্থনৈতিক দুর্বল শ্রেণি থেকে উঠে এসেছে। তারা পাঠ্যবইয়ের প্রতিটি শব্দ মুখস্ত করার চেষ্টা করে। ফলে, তাদের পক্ষে বোঝা সম্ভব নয়, যে এই ভাষা উপমা হিসেবে ব্যবহার করা হয়েছে। তাঁর অভিযোগ,  এধরনের তুলনার মাধ্যমে আখেরে লিঙ্গ-ভেদাভেদের মতো গুরুত্বপূর্ণ ইস্যুকে হাল্কা করে দেখানো হচ্ছে।


এদিকে, তাঁর বইতে থাকা উপমাকে ঘিরে বিতর্ক দানা বাঁধায় দুঃখিত বইয়ের রচয়িতা। সত্তরোর্ধ্ব অধ্যাপক সি বি গুপ্ত জানান, মানুষের ভাবাবেগে আঘাত করার জন্য তিনি দুঃখিত। এধরনের উক্তি ব্যবহার করা তাঁর ভুল হয়েছে। তাঁর দাবি, এক বিদেশি লেখকের একটি প্রতিবেদন থেকে তিনি ওই লাইনটি ধার করেছেন। যোগ করেন, তিনি ইতিমধ্যেই ওই উক্তি তাঁর বইয়ের সর্বশেষ সংস্করণ থেকে বাদ দিয়েছেন এবং প্রকাশকদেরও নির্দেশ দিয়েছেন নতুন বই ছাপতে।