নয়াদিল্লি: পার্লামেন্ট যা করতে পারেনি, কমন সেন্স দিয়েও যা করা যায়নি, সেটাই করল নির্বাচন। থ্যাঙ্ক য়ু, গুজরাত! গতকাল জিএসটি কর কাঠামোর বড়সড় বদলের পরই নরেন্দ্র মোদী সরকারকে খোঁচা দিয়ে ট্যুইট পি চিদম্বরমের। গুজরাতের আসন্ন বিধানসভা ভোট মাথায় রেখেই জিএসটি হারে রদবদলের পদক্ষেপ করা হল বলে বোঝাতে চান এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা শীর্ষ কংগ্রেস নেতা।





একগুচ্ছ ট্যুইট করেন তিনি। বলেন, সরকারের বোধোদয় হল অনেক বিলম্বে। কংগ্রেসের বক্তব্য প্রতিষ্ঠিত হল। আমিও ঠিক প্রমাণিত হলাম। ১৮ শতাংশে জিএসটির সীমা বেঁধে দেওয়ার যৌক্তিকতা মেনে নেওয়া হল।




গতকাল সরকারি সিদ্ধান্ত ঘোষণার আগে চিদম্বরম বলেছিলেন, গুয়াহাটিতে জিএসটি কাউন্সিলের বৈঠকে 'একাধিক পরিবর্তন' অবশ্যম্ভাবী, 'আতঙ্কিত' মোদী সরকারের সামনে নয়া কর কাঠামো বদলানো ছাড়া আর কোনও রাস্তা নেই।





গতকাল জিএসটি কাউন্সিল একাধিক নিত্যব্যবহার্য ১৭৮টি আবশ্যক পণ্যের ওপর জিএসটি হার ২৮ থেকে কমিয়ে ১৮ শতাংশ ধার্য করেছে। ২৮ শতাংশ করের তালিকায় থাকা সামগ্রীর সংখ্যাও ২২৭ থেকে কমে হয়েছে ৫০টি।
এই অদলবদলকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দাবি, এতে আরও উপকৃত হবে সাধারণ মানুষ, কর কাঠামোও শক্তিশালী হবে। মানুষের অংশগ্রহণ তাঁর সরকারের মূলে রয়েছে এবং তার যাবতীয় সিদ্ধান্ত মানুষমুখী, জনগণের সহায়ক বলেও দাবি করেন তিনি। জিএসটির বিভিন্ন পক্ষ থেকে লাগাতার যে ফিডব্যাকগুলি আসছে, সেগুলির অন্তর্বস্তু মাথায় রেখেই অদলবদলের সুপারিশ করা হয়েছে।