লখনউ: উত্তরপ্রদেশে চলছে বিধানসভা নির্বাচনে তৃতীয় দফার ভোটগ্রহণ। সমাজবাদী পার্টির সঙ্গে জোট বেঁধে লড়াই করছে কংগ্রেস। তবে রাজীব গাঁধী, সঞ্জয় গাঁধী, সনিয়া গাঁধীরা কাকে ভোট দেবেন ঠিক করতে পারছেন না। তাঁদের সঙ্গে অবশ্য ভারতীয় রাজনীতির সবচেয়ে বিখ্যাত গাঁধী পরিবারের কোনও যোগ নেই। ঘটনাচক্রে নাম ও পদবী এক। এই গাঁধীরা দেশভাগের সময় থেকেই লখনউয়ের বাসিন্দা।
সনিয়া ভোট দেবেন লখনউ মধ্য কেন্দ্রে। সেখানে সবচেয়ে এগিয়ে থাকা দুই প্রার্থীর মধ্যে একজন কংগ্রেসের বিদ্রোহী নেতা মারুফ খান এবং অপরজন সপা বিধায়ক রবিদাস মেহরোত্রা।
রাজীব ও সঞ্জয় দু ভাই। তাঁরা একটি জেরক্সের দোকান চালান। এই গাঁধী পরিবারে সনিয়া হলেন সঞ্জয়ের স্ত্রী। রাজীব লখনউ ক্যান্টনমেন্ট কেন্দ্রের ভোটার। এখানে লড়াই দুই হেভিওয়েট প্রার্থীর। একজন কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়া রীতা বহুগুণা জোশী এবং অপরজন মুলয়াম সিংহ যাদবের পুত্রবধূ অপর্ণা যাদবের। ভোট প্রসঙ্গে রাজীব বলেছেন, পরিবারের বয়স্ক ব্যক্তিরা যাঁকে ভোট দিতে বলবেন, তিনি তাঁকেই ভোট দেবেন।
নির্বাচনের ফলাফল নিয়ে সঞ্জয়ের অবশ্য উল্টো মত। তাঁর দাবি, উত্তরপ্রদেশে সপা-র সমর্থন ছাড়া কংগ্রেসের কোনও ভবিষ্যৎ নেই। অখিলেশই ফের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
কাকে ভোট দেবেন? দ্বিধাগ্রস্ত লখনউয়ের রাজীব, সঞ্জয়, সনিয়া গাঁধীরা
Web Desk, ABP Ananda
Updated at:
19 Feb 2017 02:56 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -