নয়াদিল্লি:  দিল্লির মেহরৌলিতে বার টেন্ডার বিপিন জোশীকে নৃশংসভাবে খুন করে দেহাংশ ফ্রিজে ঢুকিয়ে রাখার ঘটনায় গ্রেফতার অভিযুক্ত বাদল মণ্ডল। ১৭ অক্টোবর ওড়িশার রাউরকেল্লা থেকে তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ।

পুলিশের দাবি, জেরায় খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত। পুলিশসূত্রে খবর, জেরায় বাদল জানিয়েছে, ১০ অক্টোবর ফ্ল্যাটে বন্ধু বিপিনের সঙ্গে বসে মদ্যপান করছিল বাদল। সেইসময় তাদের কোনো বিষয়ে বচসা শুরু হয়। এরপরেই ধারাল অস্ত্র দিয়ে বিপিনকে একের পর এক কোপ মারতে থাকে অভিযুক্ত। খুনের পর দেহ তিন টুকরো করে ফ্রিজে ঢুকিয়ে রাখে। কিন্তু কেন এই খুন?

পুলিশের অনুমান, বাদলের স্ত্রীর সঙ্গে মৃত বিপিনের বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। তার জেরেই এই ঘটনা। যদিও পুলিশের দাবি, রীতিমতো পরিকল্পনা করে বিপিনকে খুন করেছে বাদল। তারপরে রাউরকেল্লায় স্ত্রীর এক আত্মীয়ের বাড়িতে গা ঢাকা দিয়েছিল সে।