নয়াদিল্লি: চণ্ডীগড়ের রাস্তায় বর্ণিকা কুণ্ডুর পিছু নিয়েছিল হরিয়ানার বিজেপি প্রধান সুভাষ বারালার ছেলে বিকাশ বারালা। এই লজ্জাজনক ঘটনাকে কেন্দ্র করে যখন সমালোচনায় সরব সারা দেশ, তখনই হরিয়ানা বিজেপিরই সহ সভাপতি ঘটনা প্রসঙ্গে বিতর্কিত মন্তব্য করে কড়া সমালোচনার মুখে পড়লেন।
যে তরুণ মহিলার পিছু নিয়েছিল, তার নিন্দা না করে, পাল্টা আক্রান্ত মহিলার কথা উল্লেখ করেই দুকথা শুনিয়ে দিয়েছেন রামবীর ভাট্টি । তাঁর দাবি, বেশি রাতে এভাবে মহিলাদের রাস্তায় বেরনো উচিত্ নয়। মেয়েদের রাত বারোটার সময় কোনও কারণেই, কোনও অবস্থাতেই বাইরে যাওয়া উচিত্ নয়, মত হরিয়ানা বিজেপির সহ সভাপতির। বাইরের পরিবেশ এখন ভাল নয়। প্রত্যেকেরই উচিত্ নিজের দায়িত্ব নিজে নেওয়া, আরও একটু সচেতন হওয়া। তারপর তিনি বলেন, অত রাতে বর্ণিকার বাইরে যাওয়ার কী দরকার ছিল?
এবিপি আনন্দকে দেওয়া এক সাক্ষাত্কারে একই কথা আরও একবার বলে, রামবীর বলেন, মেয়েদের বাবা-মায়েদেরই উচিত্ আরও একটু সচেতন হওয়া। এভাবে মেয়েদের রাতে বাড়ির বাইরে বেরোতে না দেওয়া। সময়মতো মেয়েদের বাড়ি ফিরে আসাটাই কাম্য।
এদিকে, এধরনের ঘৃণ্য কাজ করার জন্যে হরিয়ানা বিজেপির প্রধানের ওপর সর্বস্তর থেকেই ইস্তফা দেওয়ার জন্যে চাপ আসছে। কারণ তাঁর ছেলেই অপর এক বন্ধুর সঙ্গে মিলে ২৮ বছরের বর্ণিকার পিছু নিয়েছিল। তবে সুভাস বারালার ইস্তফা প্রসঙ্গে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের মত, তাঁর পদত্যাগের কোনও প্রশ্নই আসে না। পুরো ঘটনাটার সঙ্গে যুক্ত অপর এক ব্যক্তি। সে যদি আইনের চোখে দোষী হয়, তাহলে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে।
মেয়েটি অত রাতে একা কেন বেরিয়েছিল? হরিয়ানা বিজেপি সহ সভাপতির মন্তব্যে বিতর্ক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Aug 2017 02:30 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -