নয়াদিল্লি: বামেরা জরুরি অবস্থার বিরুদ্ধে সক্রিয় লড়াইয়ে ছিল না, অরুণ জেটলির এই অভিযোগ উড়িয়ে সীতারাম ইয়েচুরি ট্যুইট করলেন, আরএসএসের তত্কালীন প্রধান যে ইন্দিরা গাঁধীকে সমর্থনের শপথ ঘোষণা করে চিঠি লিখেছিলেন, মুক্তি পাওয়ার জন্য পীড়াপীড়ি করেছিলেন, ইতিহাসে তা নথিভুক্ত রয়েছে।
কেন্দ্রীয় মন্ত্রীকে সিপিএম সাধারণ সম্পাদক মনে করিয়ে দিয়েছেন, বিজেপি যদিও 'ইতিহাস বিকৃত করে', কিন্তু জরুরি অবস্থায় সিপিএম কর্মীদের 'বীরত্বপূর্ণ ত্যাগ'-এর কথাও ইতিহাসে লেখা রয়েছে।
ইয়েচুরি লিখেছেন, ইতিহাস বিকৃত করা ওদের পেশা, স্বভাব। গণতন্ত্র পুনরুদ্ধারে সিপিএম কর্মীদের শহিদ হওয়া, বীরোচিত অবদানের কথা ইতিহাসে লেখা রয়েছে। আরএসএস প্রধানের ইন্দিরা গাঁধীর বিশ দফা কর্মসূচি সমর্থন, তাঁর প্রতি আনুগত্য জানিয়ে ও ছেড়ে দেওয়ার আবেদন করে লেখা দুটি চিঠির কথাও ইতিহাসে নথিবদ্ধ রয়েছে।
জেটলি বামেদের খোঁচা দিয়ে ট্যুইট করেছেন, সিপিআই জরুরি অবস্থার অকুণ্ঠ সমর্থক ছিল, সিপিএম তত্ত্বগত ভাবে তার বিরোধিতা করলেও কংগ্রেস সরকারের ওই পদক্ষেপের বিরুদ্ধে লড়াই, সংগ্রামে সক্রিয় ভাবে সামিল হয়নি।
ইয়েচুরি কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে স্মরণ করিয়ে দেন, তাঁরা দুজনেই ছিলেন সেই প্রজন্মের ছাত্রনেতা যাঁরা জরুরি অবস্থার বিরুদ্ধে লড়েছিলেন, দেশে 'গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন'। আমি এখনকার আরএসএস, বিজেপি সরকারের প্রাতিষ্ঠানিক জরুরি অবস্থার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি বলেও দাবি করেন তিনি।
জেটলি তাঁর ট্যুইটে এও লেখেন, জরুরি অবস্থা এই শিক্ষাই দেয় যে, কেউ অবাধ মতপ্রকাশ খর্ব করে শুধু প্রোপাগান্ডা অনুমোদন করলে তার প্রথম বলি হয় সে-ই, কেননা সে বিশ্বাস করতে থাকে, তার প্রোপাগান্ডাই সত্য, পূর্ণ সত্য।