নয়াদিল্লি: দেশে কাঠকয়লার ব্যবহারের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা সম্ভব নয়। জাতীয় পরিবেশ আদালতে এমনটাই জানাল কেন্দ্র।
এদিন বিচারপতি জাভেদ রহিমের নেতৃত্বাধীন বেঞ্চকে কেন্দ্রীয় পরিবেশ ও বনমন্ত্রক জানিয়েছে, তামিলনাড়ুর ইন্সটিটিউটের করা সমীক্ষার ওপর আর নতুন করে কোনও সমীক্ষার প্রয়োজন নেই।
কাঠকয়লার ব্যবহারের বিরুদ্ধে জাতীয় পরিবেশ আদালতে আবেদন করে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সাসটেনেবল ডেভেলপমেন্ট। তাদের অভিযোগস, কাঠকয়লায় পরিণত করার জন্য যথেচ্ছভাবে গাছ কাটা হচ্ছে। দেশের সর্বত্র শিল্পক্ষেত্রে কাঠকয়লার ব্যবহার নিষিদ্ধ করার আবেদনও জানায় তারা।
এই প্রেক্ষিতে, কেন্দ্রীয় পরিবেশ ও বনমন্ত্রককে আদালত নির্দেশ দেয়, জ্বালানি হিসেবে কাঠকয়লার ব্যবহারের ফলে পরিবেশের ওপর কোনও কুপ্রভাব পড়ছে কি না তা যাচাই করতে একটি সমীক্ষা চালাতে। পাশাপাশি, কাঠকয়লা তৈরির প্রক্রিয়া সংক্রান্ত একটি রিপোর্টও মন্ত্রকের কাছে তলব করে আদালত।
এর মধ্যেই, অবৈধ গাছ কাটা পরিবেশের ভারসাম্যের ক্ষেত্রে ভয়ঙ্কর উল্লেখ করে জাতীয় পরিবেশ আদালত নির্দেশ দেয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া গাছ কাটা যাবে না। তারই প্রেক্ষিতে কেন্দ্র এদিন আদালতকে জানায়, সম্পূর্ণ নিষিদ্ধকরণ সম্ভব নয়।