বেঙ্গালুরু: আধারকে কালিমালিপ্ত করতে সুসংগঠিত প্রচার চলছে। এমনই মন্তব্য করেছেন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) চেয়ারম্যান নন্দন নিলেকানি। আধারের তথ্য ফাঁস সংক্রান্ত খবরের পরিপ্রেক্ষিতে একটি সংবাদপত্রের বিরুদ্ধে এফআইআর দায়ের নিয়ে নিজের প্রতিক্রিয়ায় এ কথা বলেছেন নিলেকানি। আধার যাতে কালিমালিপ্ত হয় তার জন্য সুসংগঠিত প্রচার চলছে বলে তিনি একশ শতাংশ নিশ্চিত বলে জানিয়েছেন নিলেকানি।
১০০ কোটিরও বেশি আধার কার্ড সংক্রান্ত তথ্য ফাঁসের খবরের পরিপ্রেক্ষিতে ইউআইডিএআই আধিকারিকের অভিযোগের ভিত্তিতে দিল্লি পুলিশ গত সোমবার এফআইআর দায়ের করেছে। এফআইআরে এক সাংবাদিকের নামও রয়েছে। ইউআইডিএআই আধিকারিক পুলিশকে জানিয়েছেন, ওই সাংবাদিক ক্রেতার ছদ্মবেশে এক অজানা বিক্রেতার কাছ থেকে হোয়াটস্যাপে একটি পরিষেবা ক্রয় করেন। এভাবে আধার নম্বরের তথ্যে অবাধ উঁকি দেওয়ায় সুযোগ দেওয়া হয়।
নিলেকানি আরও বলেছেন, বহু স্তরের নিরাপত্তা পেরিয়ে আধার গড়ে উঠেছে। তথ্য ফাঁসের ইস্যুকে ফুলিয়েফাঁপিয়ে দেখা হচ্ছে। যথেচ্ছভাবে এর তথ্য ফাঁস সম্ভব নয়।
সংবাদপত্রের বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গ উল্লেখ করে নিলেকানি বলেছেন, নেতিবাচক মনোভাবের ফল নেতিবাচকই হয়। তাই আধার সম্পর্কে গঠনমূলক মতামত গড়ে তোলা প্রয়োজন। তিনি বলেছেন, সবারই বোঝা উচিত যে, আধার থাকতেই এসেছে।
নিলেকানি বলেছেন, প্রায় ১১৯ কোটি মানুষ আধার কার্ড পেয়েছেন। প্রায় ৫৫ কোটি মানুষ তাঁদের আধার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করেছেন। ডিবিটি-র মাধ্যমে ৯৫ হাজার কোটি টাকা হস্তান্তর হয়েছে।
সুপ্রিম কোর্টও আধারকে ব্যক্তিগত গোপনীয়তার অধিকারের আওতায় স্বীকৃতি দেবে বলেও আশাবাদী নিলেকানি।
আধারের গোপনীয়তা রক্ষায় নতুন পদক্ষেপ করেছে ইউআইডিএআই। এ বার নতুন ‘ভার্চুয়াল আধার নম্বর’এর কথা ঘোষণা করা হয়েছে। এই বিষয়টিকেও স্বাগত জানিয়েছেন তিনি।
আধারকে কালিমালিপ্ত করতে সুসংগঠিত প্রচার চলছে: নিলেকানি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Jan 2018 04:19 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -