নয়াদিল্লি: দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে চিনের নোবেল করোনাভাইরাস। প্রতিবেশী দেশে ক্রমশই বেড়ে চলেছে মৃতের সংখ্যা। এই ভাইরাসের আতঙ্কে কাঁটা হয়ে রয়েছে ভারতবাসীও। এবার করোনাভাইরাস প্রতিরোধ করতে আরও সতর্ক হচ্ছে প্রশাসন। করোনাভাইরাস চিহ্নিত করার জন্য ৭ টি থেকে বাড়িয়ে ২০টি ভারতীয় বিমানবন্দরে বসানো হচ্ছে থার্মাল স্ক্রিনিং। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তিনি আরও জানান, এখনও অবধি কোনও ভারতীয় এই ভাইরাসে আক্রান্ত হয়নি।

এনআইভি পুনে ছাড়াও করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করার জন্য আরও চারটি অত্যাধুনিক ল্যাবরেটরি তৈরি করা হয়েছে বলেও এদিন জানান হর্ষ বর্ধন। ট্য়ুইটারে তিনি জানান, বেঙ্গালুরু, হায়দরাবাদ, মুম্বই, অ্যালেপ্পি এই চারটি ল্যাব তৈরী করেছে আইসিএমআরদিল্লি-র ভাইরাল রিসার্চ অ্যান্ড ডায়গোনস্টিক ল্যাব নেটওয়ার্ক।

আপাতত নয়াদিল্লি, কলকাতা, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও কোচি বিমানবন্দরে রয়েছে থার্মাল স্ক্রিনিং-এর ব্যবস্থা। এখনও অবধি ৩৫০০০ যাত্রীকে এর মাধ্যমে পরীক্ষা করা হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০ জনের নমুনা ইতিমধ্যেই পরীক্ষা করা হয়েছে এনআইভি পুনে থেকে। তবে তাঁদের কেউই এই ভাইরাসে আক্রান্ত নন বলে জানান তিনি।

চিনে বসবাসকারী ভারতীয়দের ফিরিয়ে আনার জন্যও চিনা সরকারের সঙ্গে যোগাযোগের কথা বলেন তিনি।  সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে চিঠি দিয়ে নিজেদের রাজ্যে এই করোনাভাইরাসের পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় সুরক্ষা নেওয়ার কথা বলেন হর্ষ বর্ধন। পরিস্থিতি সামাল দিতে চালু করা হয়েছে ২৪ ঘন্টার একটি হেল্পলাইন নম্বর। যে সব যাত্রীরা চিন থেকে ভারতে আসছেন তাঁদের জন্য জারি হয়েছে বিশেষ নিয়ম ও সতর্কতা।