আহমেদাবাদ: গুজরাত বিধানসভা নির্বাচনে বিজেপি ও কংগ্রেসের মধ্যে জোর টক্কর হয়েছে। শেষপর্যন্ত বিজেপি ক্ষমতা ধরে রাখার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ১৮২ আসন বিশিষ্ট রাজ্য বিধানসভায় ৯৯ আসন নিয়ে টানা ষষ্ঠবার সরকার গড়তে চলেছে বিজেপি। কংগ্রেসকে থামতে হয়েছে ৮০ আসনে। আসন সংখ্যার ব্যবধানের মতোই অন্তত ১৬ আসনে রোমাঞ্চকর লড়াই হয়েছে। জয়ের ব্যবধান খুবই সামান্য। কয়েকটি আসনে তো জয়ের ব্যবধান মাত্র ২০০-র মতো ভোট।

ধোলকা ও ফতেপুরার মতো আসনে এনসিপি ও বিএসপি-র মতো ছোট দলগুলি ভোট কাটায় কংগ্রেস জয়ী হতে পারেনি। কয়েকটি আসনে নির্দল প্রার্থীরা ভালো পরিমাণ ভোট টেনেছেন। হিম্মতনগর, পোরবন্দর, বিজাপুর,দেবদর, ডাঙ,মানসা ও গোধরার মতো আসনে রুদ্ধশ্বাস মোকাবিলা হয়েছে। বেশ কয়েকটি আসনে নির্দল প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীরা দুই প্রধান দলের কারুর না কারুর ভোট কেটেছেন।

ডাঙ আসনে কংগ্রেস প্রার্থী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপিকে মাত্র ৭৬৮ ভোটের ব্যবধানে হারিয়েছেন। কপরাডা আসনে কংগ্রেস জয়ী হয়েছে মাত্র ১৭০ ভোটে। অন্যদিকে, গোধরা সহ কমপক্ষে আটটি আসনে কংগ্রেস প্রার্থীরা তাঁদের নিকটতম বিজেপি প্রার্থীদের তুলনায় ২০০০-এর কম ভোটের ব্যবধানে হেরেছেন।

গোধরা আসনে বিজেপি সি কে রাউলজী মাত্র ২৫৮ ভোটে জিতেছেন। এই আসনে নোটা ভোটের সংখ্যা ৩,০৫০।এছাড়াও এক নির্দল প্রার্থী পেয়েছেন ১৮,০০০ ভোট। ধোলকা আসনে কংগ্রেস মাত্র ৩২৭ ভোটে হেরেছেন। এই আসনে বিএসপি ও এনসিপি প্রার্থী যথাক্রমে ৩১৩৯ এবং ১১৯৮ ভোট পেয়েছেন।

ফতেপুরা আসনে কংগ্রেস বিজেপির কাছে ২,৭১১ ভোটের ব্যবধানে হেরেছে। এই আসনে এনসিপি প্রার্থীর প্রাপ্ত ভোট ২,৭৪৭। বোদাদ আসনে কংগ্রেস ৯০৬ ভোটে হেরেছে। এই আসনে বিএসপি ৯৬৬ ভোট পেয়েছে। তিন নির্দল প্রার্থী সবমিলিয়ে ৭,৫০০ ভোট পেয়েছেন।

কপরাডা ছাড়াও মানসা আসন মাত্র ৫২৪ ভোটের ব্যবধানে হারাতে হয়েছে বিজেপিকে। দেবদর আসনে বিজেপি হেরেছে ৯৭২ ভোটে।