নয়াদিল্লি: পরমাণু অস্ত্র নিয়ে সম্প্রতি উত্তর কোরিয়ার শাসক কিম জঙ উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বাকযুদ্ধ দেখা গিয়েছে। প্রথমে কিম হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, পুরো আমেরিকাই উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্রের আওতায় রয়েছে। আর পরমাণু বোমার বোতাম সবসময় তাঁর টেবিলেই থাকে। এর পাল্টা জবাবে ট্রাম্প বলেছেন, তাঁর কাছে কিমের থেকে অনেক বড় ও শক্তিশালী পরমাণু অস্ত্র রয়েছে। তাঁর কাছে যে পরমাণু অস্ত্রের বোতাম রয়েছে তা কাজও করে।
কিম ও ট্রাম্পের এই হুমকি পাল্টা হুমকি নিয়ে সোশ্যাল মিডিয়ায় কৌতুকের ছড়াছড়ি।
সুপারস্টার রজনী নামে প্যারোডি অ্যাকাউন্ট থেকে ট্যুইট-
'কিম জঙ: আমার কাছে পরমাণু বোমা রয়েছে, যার বোতাম আমার টেবিলে থাকে।
ডোনাল্ড ট্রাম্প: আমার কাছে রয়েছে বড়সড় পরমাণু বোমা,যার বোতাম আমার টেবিলে থাকে।
মোদী: তোমরা দুজনে পরমাণু বোমায় নিজের নিজের আধার লিঙ্ক করাও। নাহলে কোনও বোমা কাজ করবে না।'




মণীষ ওয়াঘেলা নামে ট্যুইটার অ্যাকাউন্টে মজাদার ট্যুইট-
''কিম জঙ: আমার কাছে পরমাণু বোমা রয়েছে, যার বোতাম আমার টেবিলে থাকে।
ডোনাল্ড ট্রাম্প: আমার কাছে রয়েছে বড়সড় পরমাণু বোমা,যার বোতাম আমার টেবিলে থাকে।
অমিত শাহ: যে বোতামেই চাপ দাও না কেন, জবাবে 'বিজেপিকে ভোট দেওয়ার জন্য ধন্যবাদ'ই আসবে।'

 




কেহ কে পেহেনো নামে হ্যান্ডেলের ট্যুইট-
'কিম জঙ: আমার কাছে পরমাণু বোমা রয়েছে, যার বোতাম আমার টেবিলে থাকে।
ডোনাল্ড ট্রাম্প: আমার কাছে রয়েছে বড়সড় পরমাণু বোমা,যার বোতাম আমার টেবিলে থাকে।
রাহুল জী: আমার টেবিলে একটা বড় মেশিন রয়েছে--একদিকে আলু ঢোকাও, অন্যদিক দিয়ে সোনা বেরোবে..একদিক থেকে আলু, অন্যদিক থেকে সোনা..'




এক উইজার আবার উত্তর কোরিয়ার নেতা ও মার্কিন প্রেসিডেন্টের লড়াই দেখিয়েছেন।






ড. গিল নামে এক অ্যাকাউন্টে দারুন একটা চুটকি লেখা হয়েছে-
'কিম জঙ: আমার কাছে পরমাণু বোমা রয়েছে, যার বোতাম আমার টেবিলে থাকে।
ডোনাল্ড ট্রাম্প:আমার কাছে রয়েছে বড়সড় পরমাণু বোমা,যার বোতাম আমার টেবিলে থাকে।
পঞ্জাবি: আমার টেবিলে গরম মটন রাখা আছে। খেতে হয় হলে যাও।'





পরম নামে এক ইউজারের ট্যুইট-
'কিম জঙ: উন পরমাণু বোমার বোতাম টিপলাম
ট্রাম্প: পরমাণু বোমার বোতাম টিপলাম
মোদী: মিত্রোঁ বিজেপিকে ভোট দেওয়ার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ।'