নয়াদিল্লি:  বিলাসবহুল গাড়ি থেকে রাস্তায় প্লাটিক ছুঁড়ে ফেলায়, রাস্তায় পাশের গাড়িতে থাকা বলিউড অভিনেত্রী এবং ভারতীয় ক্রিকেট দলের এইমুহূর্তের ফার্স্ট লেডি অনুষ্কা শর্মার তোপের মুখে পড়েন এক ব্যক্তি। গাড়ি থেকে ওভাবে প্লাস্টিক ছুঁড়ে ফেলার জন্যে তাঁকে বিরক্ত হয়ে কড়া ভাষায় অনুষ্কা প্রশ্ন করেন, রাস্তায় কেন ময়লা ফেলছেন? ওই ব্যক্তিকে ডাস্টবিন ব্যবহারেরও পরামর্শ দেন বিরাট-পত্নী। পুরো ঘটনাটি মোবাইলে ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেন কোহলি। এরসঙ্গে বিরাট লেখেন বিলাসবহুল গাড়িতে চেপে বসার সাথে সাথে এঁদের বুদ্ধিগুলোও লোপ পায়।




এই ঘটনায় নেটিজেনদের থেকে বিরুষ্কা মিশ্র প্রতিক্রিয়া পেলেও, এবার তাঁদের সমর্থনে সওয়াল করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু।




সোশ্যাল মিডিয়া যখন বিরুষ্কার এই ইস্যুতে দুভাগে বিভক্ত হয়ে গিয়েছে, তখন রিজিজুর বক্তব্য, সস্তার প্রচারের বিরাট-অনুষ্কার কোনও প্রয়োজন নেই। বরং তাঁরা প্রাইভেসি বজায় রাখতেই বেশি স্বচ্ছন্দবোধ করেন। কিন্তু কেউ গাড়ি থেকে প্লাস্টিক ফেললে তাঁকে সেই ভুল ধরিয়ে দেওয়ার জন্যে অনুষ্কা বা বিরাটকে সমালোচনার কোনও মানেই হয় না। দেশ আমাদের। সেই দেশকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখাটা আমাদের দায়িত্ব, মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর।



রিজিজু আরও বলেন, আমাদের ব্যবহারই আমাদের মানসিকতার পরিচয় দেয়। কিছু বিষয় সচেতন থাকা উচিত একটি দেশের প্রত্যেক নাগরিকের, এবং সেই সচেতনতার সঙ্গে পয়সা এবং শিক্ষার কোনও সম্পর্ক থাকে না।