নয়াদিল্লি:  বর্তমান যুগে বেশিরভাগ মহিলাই স্বাভাবিক ভাবে সন্তান জন্ম না দিয়ে অস্ত্রোপচারের সাহায্যেই সন্তান জন্ম দেওয়ার বেশি পক্ষপাতি। তবে সম্প্রতি এক নয়া প্রক্রিয়াতেও সন্তান জন্ম দেওয়া হচ্ছে। সেখানে একসঙ্গে অস্ত্রোপচারও হচ্ছে, কিন্তু সন্তান ডেলিভারি হচ্ছে স্বাভাবিক উপায়।যেটাকে বলা হচ্ছে ন্যাচরাল সিজারিয়ান বা জেন্টল সিজারিয়ান। সেই প্রক্রিয়া অনুসরণ করে সন্তান জন্ম দেওয়াও হয়েছে, এবং সেই জন্মের ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ার সৌজন্যে ভাইরালও।

নয়া এই সন্তান জন্ম দেওয়ার প্রক্রিয়ায় যেভাবে স্বাভাবিক ভাবে ডেলিভারি করানোর সময় আগে চিকিত্সকরা করত, তেমন ভাবেই নবজাতকের মাথাটি তাঁরাই বের করে আনছেন। তারপর কিছুক্ষণ থেমে থাকছেন চিকিত্সকরা। এরপর নবজাতক নিজেই হামা দিয়ে মায়ের গর্ভ থেকে বেরিয়ে আসছে।

এই ইন্সটাগ্রাম ভিডিওয়ে এমনভাবেই ডেলিভারি করানো হয়েছে।





এই সন্তান জন্ম দেওয়ার প্রক্রিয়ার সবচেয়ে সেরা বিষয়টি হল, পুরো প্রক্রিয়া চলাকালে মার সম্পূর্ণ জ্ঞান থাকে, এবং তিনি চোখের সামনে দেখতে পান, তার বাচ্চা হামা দিয়ে পৃথিবীতে পা রাখছে। এখন সারা বিশ্বের বিভিন্ন জায়গায় এই প্রক্রিয়া অনুসরণ করে সন্তান জন্ম দেওয়া হচ্ছে। তবে যাঁদের এভাবে ডেলিভারি করানো হচ্ছে, প্রক্রিয়া শুরুর আগে সেই সমস্ত মা এবং বাচ্চাদের নানা রকমের শারীরিক পরীক্ষা করে নেওয়া হচ্ছে। চিকিত্সকদের পরিভাষায়, পুরনো সি-সেকশনের থেকে জেনটিল সি-সেকশন অনেক বেশি গ্রহণযোগ্য এবং ভাল, কারণ, ফুসফুস বেশি কমপ্রেস করা যায়। যেভাবে ভ্যাজাইনাল ডেলিভারির ক্ষেত্রে করা হয়।

তবে এখনও পর্যন্ত চিকিত্সকদের কাছে স্বাভাবিক ভ্যাজাইনাল ডেলিভারিই সন্তান জন্ম দেওয়ার সবচেয়ে সেরা প্রক্রিয়া। যদি সেটা না করা যায়, তাহলে এই দুধরনের সিজারিয়ান প্রক্রিয়া অনুসরণ করা হয়। তবে নয়া প্রক্রিয়ায় সন্তান তখনই জন্ম দেওয়া হয়, যখন বাচ্চার হার্ট রেট ঠিক থাকে, মায়ের প্লাসেন্টার অবস্থান স্বাভাবিক থাকে, এবং দুজনের শারীরিক পরিস্থিতি ভাল থাকে। কিন্তু এখানে সামান্য পরিবর্তন আসলেই পুরনো অস্ত্রোপচারের প্রক্রিয়া অনুসরণই বেশি পছন্দ চিকিত্সকদের।