ভোপাল: জম্মু কাশ্মীরের কাঠুয়ায় ৮ বছরের এক শিশুর গণধর্ষণ ও হত্যায় পাকিস্তানি হাতের সন্ধান পেলেন মধ্য প্রদেশের এক বিজেপি নেতা। তিনি মোটেই যে সে নন, প্রদেশ বিজেপি সভাপতি নন্দকুমার সিংহ চৌহান।


সংসদের বাজেট অধিবেশনে অচলাবস্থার প্রতিবাদে দলবল নিয়ে অনশনে বসেছিলেন নন্দকুমার। তাঁকে প্রশ্ন করা হয়, কাঠুয়ার ঘটনা প্রকাশ্যে আসার পর জয় শ্রীরাম ধ্বনি তোলা নিয়ে। জবাবে নন্দকুমার বলেন, কাঠুয়া কাণ্ড নির্ঘাত পাকিস্তান ঘটিয়েছে দেশের মানুষকে ভাগ করতে। জয় শ্রীরাম ধ্বনি ওদেরই তোলা।

তিনি আরও বলেন, একটি মেয়ের ধর্ষণে যদি জয় শ্রীরাম ধ্বনি উঠতে পারে, তবে তা নির্ঘাত পাক দালালদের কাণ্ড। তাঁর কথায়, কাশ্মীরে হিন্দুর সংখ্যা ১ শতাংশও নয়, তারা মুখই খুলতে পারে না, কীভাবে স্লোগান দেবে?

তবে কাঠুয়ার ঘটনাকে মানবতার ওপর কালির ছাপ বলে ব্যাখ্যা করেন তিনি। জানুয়ারি মাসে জম্মুর কাঠুয়ার এক গ্রামে ৮ বছরের এক শিশুকে এক সপ্তাহ ধরে মন্দিরে আটকে রেখে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ।