নয়াদিল্লি: জাতীয় নিরাপত্তা সংস্থার পরামর্শ এবারের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বুলেটপ্রুফ পরিবেষ্টিত জায়গা থেকে বক্তৃতা দিতে হবে, কারণ তাঁর ওপর প্রাণঘাতী হামলার সম্ভাবনা প্রবল। সূত্রের খবর, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং স্পেশাল প্রটেকশন গ্রুপ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে এই নির্দেশিকা মানার পরামর্শ দিয়েছে।

গোপন সূত্রে খবর, এবারের স্বাধীনতা দিবসে নিরাপত্তার বিষয়টা যতটা গুরুত্ব দিচ্ছে গোয়েন্দা সংস্থা, তা মেনেই চলবেন প্রধানমন্ত্রী। গোয়েন্দাপ্রধানের দাবি, এবারের স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ওপর হামলার সম্ভাবনা প্রবল। এবারের নিরাপত্তা নির্দেশিকা যদি মোদী মেনে নেন, তাহলে এই প্রথমবার তিনি এতটা উচ্চপর্যায়ের নিরাপত্তাবেষ্টনীর মধ্যে থেকে বক্তৃতা রাখবেন। কারণ ২০১৪ এবং ২০১৫ সালে শেষমুহূর্তে সিদ্ধান্ত বদলে খোলা জায়গা থেকে দেশের উদ্দেশ্যে বক্তৃতা রেখেছিলেন মোদী।

কেন্দ্রের এক প্রবীণ আধিকারিকের দাবি, শুধুমাত্র কাশ্মীরের বর্তমান পরিস্থিতি বা সীমান্তে অনুপ্রবেশ বেড়ে যাওয়াই এই নিরাপত্তা জোরদারের একমাত্র কারণ নয়। গোয়েন্দা সূত্রে দাবি, দ্রোনের সাহায্যেও মোদীর ওপর হামলা চালানোর আশঙ্কা রয়েছে স্বাধীনতা দিবসে। এছাড়াও সারা বিশ্ব জুড়ে আইএস জঙ্গি সংগঠনের হামলার কায়দাও চিন্তায় ফেলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে।

প্রসঙ্গত কয়েক সপ্তাহ আগে, গোয়েন্দা সংস্থা এসপিজি এবং এটিএসকে জঙ্গি সংগঠনগুলি আগামী ১৫ অগাস্ট যৌথ হামলা চালাতে পারে, এই আশঙ্কা প্রকাশ করে একটি রিপোর্ট পাঠায়। তবে কোনও একক জঙ্গি প্রাণঘাতী হামলাও চালাতে পারে বলে খবর রয়েছে গোয়েন্দা সংস্থার কাছে।

সম্প্রতি আল কায়দা ও আইএস ভারতের বিভিন্ন সেনাঘাঁটি ও থানাগুলিতে হামলা চালানোর যে ছক কষেছিল, তা ফাঁস করেছে গোয়্ন্দা সংস্থা। বর্তমানে শুধু আইএস বা আল কায়দা নয়, হামলার আশঙ্কা রয়েছে লস্কর-ই-তৈবা, জয়েশ-ই-মহম্মদ, হিজবুল মুজাহিদিন বা হারকাত-উল-জেহাদি-ইসলামির মতো জঙ্গি সংগঠনগুলোর তরফেও।
সমস্ত দিক খতিয়ে দেখে এবারের স্বাধীনতা দিবসে নিঃশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।