নয়াদিল্লি: অক্সফোর্ড ইংলিশ ডিকশনারির সাম্প্রতিক সংস্করণে অন্তর্ভুক্ত হল দুটি ভারতীয় খাদ্যসামগ্রী— ‘চানা’ (ছোলা) ও ‘চানা ডাল’ (ছোলার ডাল)। এছাড়া, টেনিসের ‘ফোর্সড এরর’ এবং ‘বাজেল’-এর মত শব্দও জায়গা পেয়েছে অভিধানে।
মঙ্গলবারই নতুন শব্দগুলির অন্তর্ভুক্ত হওয়ার কথা ঘোষণা করা হয়। সংস্থার ত্রৈমাসিক পর্যালোচনায় বলা হয়েছে, প্রায় ৬০০টি বিভিন্ন শব্দ ও ফ্রেজ (শব্দগুচ্ছ) অক্সফোর্ড অভিধানে অন্তর্ভুক্ত হওয়ার মতো জনপ্রিয়তা লাভ করেছে।
জীবনধারা থেকে শুরু করে সাম্প্রতিক ঘটনাবলি, শিক্ষাজগত থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী—সব ক্ষেত্র থেকেই বিভিন্ন জনপ্রিয় শব্দকে এবারের সংস্করণে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এখানেই জায়গা পেয়েছে এই দুটি ভারতীয় খাদ্যপণ্য। তবে এই প্রথম নয়। এর আগেও, বহু ভারতীয় শব্দ অক্সফোর্ড অভিধানে জায়গা পেয়েছে। যেমন—ভেলপুরি, চাটনি, ধাবা, ঘি, মশালা ইত্যাদি। সেই তালিকায় নবতম সংযোজন চানা, চানা ডাল।