লখনউ: নিজের ক্নিনিকে সেনা জওয়ানদের পরিবারবর্গের চিকিত্সার জন্য কোনও টাকাপয়সা নেন না লখনউয়ের এক চিকিৎসক। নিঃস্বার্থভাবে দেশ সেবা করেন সেনা জওয়ানরা। তাই তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই সিদ্ধান্ত অজয় চৌধুরি নামে ওই চিকিৎসকের। সংবাদসংস্থাকে এ কথা জানিয়েছেন ডা. চৌধুরী। তিনি বলেছেন, দেশের জন্য যাঁরা নিঃস্বার্থভাবে কাজ করছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে এই পথ বেছে নিয়েছেন। স্বেচ্ছায় এই কাজ করছেন তিনি।
লখনউয়ের গোমতী নগর এলাকায় তাঁর ক্লিনিকে প্রবেশ পথে নোটিশে লেখা- 'এখানে সেনাদের কোনও ফি দেওয়ার প্রয়োজন নেই। আপনারা সীমান্তে ইতিমধ্যেই ফি দিয়েছেন'।
তাঁর ক্লিনিকে চিকিৎসার জন্য ডা. চৌধুরি সেনা জওয়ানদের তাঁদের পরিচয়পত্র নিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।
আসলে এই চিকিৎসকের বাবাও সেনাকর্মী ছিলেন। তাঁর দাদাও ভারতীয় নৌবাহিনীর কম্যান্ডার ছিলেন। তিনি নিজেও সেনাতে যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন। এনডিএ পরীক্ষাতেও বসেছিলেন। কিন্তু সফল হতে পারেননি।